রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসে ভয় বিরাটের!
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং- ২২ গজে এই লড়াই আজকের নয়। স্বাধীনোত্তর ভারত বরাবরাই সমীহ করেছে প্রতিবেশী দলের পেস আক্রমণকে। অন্যদিকে পাক দলও শ্রদ্ধা করেছে ভারতীয় কিংবদন্তিদের। সম্প্রতি পাকিস্তানের বাঁ হাতি পেস বোলার আমেরের প্রশংসা শোনা গিয়েছিল বিরাট কোহলির মুখে। পাল্টা ভারত অধিনায়কের ব্যাটিং নিয়ে প্রশংসা এসেছিল আমেরের মুখ থেকেও। আরও একবার সেই পারষ্পরিক সম্মান ও শ্রদ্ধার দৃষ্টান্ত তুলে ধরল ভারত-পাক ক্রিকেট। শুরুটা করেছেন বিরাট কোহলি, সৌজন্য দেখালেন শোয়েব আখতারও।
আরও পড়ুন- ইনস্টাগ্রাম থেকে বিরাটের রোজগার কত জানেন?
শোয়েব আখতারের বোলিংয়ের সময় নন-স্ট্রাইকে থাকতেই পছন্দ করেন, বিরাটের এই মন্তব্যেই গল্পের সূচনা। যার যবনিকা লেখেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' নিজে। "কোহলি ব্যাট করার সময় বলে না যাওয়াই ভাল", পাল্টা সৌজন্য বার্তা আসে শোয়েবের পক্ষ থেকে। এরপর টুইটে তিনি লেখেন, "বিরাট মহান ব্যাটসম্যান। ওর বিরুদ্ধে বোলিং করা সবসময়ই চ্যালেঞ্জিং।" বুলেট গতির অধিকারি আখতারের মন্তব্যকে সমর্থন করে টুইট করেন পাক ক্রিকেটার মহম্মদ ইরফানও। বাঁ হাতি এই পেস বোলার কোহলি সম্পর্কে লেখেন, "বিরাট হৃদয়ের ক্রিকেটার। তোমার জন্য অনেক শুভেচ্ছা এবং প্রার্থনা। ২২ গজে দেখা হওয়ার আশা রাখছি।"
I was better off not bowling at all when #Kohli was batting.Jokes apart,he's a gr8 batsman & bowling agnst him wud have been a gr8 contest. pic.twitter.com/EHL32UpXrU
— Shoaib Akhtar (@shoaib100mph) November 4, 2017
আরও পড়ুন- পারফরম্যান্স ভাল নয়, স্কলারশিপ ফেরালেন ক্রিকেটার
What a gentleman @imVkohli is! Great player with a great heart. Prayers for you my friend. Hope that we play more often in grounds. #Respect https://t.co/ovKWuEM4TL
— Mohammad Irfan (@M_IrfanOfficial) November 6, 2017