WTC Final 2023 | Virat Kohli: 'কিং' ট্যাগ ছুড়ে ফেললেন বিরাট! তিনি তৈরি শিক্ষার্থী শুভমনের শিক্ষক হতে
Virat Kohli Plays Gives Glowing Praise To Shubman Gill: বিরাট কোহলি মোহিত শুভমন গিলে। টেস্ট বিশ্বযুদ্ধ শুরুর আগে তরুণ ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করলেন কিং 'কোহলি', সাফ জানিয়ে দিলেন যে, শুভমনের উন্নতির জন্য তিনি সর্বদা প্রস্তুত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটু পরেই ওভালের বাইশ গজে শুরু 'আল্টিমেট টেস্ট'। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমন গিলের (Shubman Gill) দিকে সকলের নজর। ইংল্যান্ডে আসার আগে তিনি আইপিএলে ছিলেন আগুনে ফর্মে। ১৭ ম্যাচে ৮৯০ রান করে সর্বাধিক রানশিকারি হয়েছিলেন টুর্নামেন্টে। তিনটি সেঞ্চুরি ও চারটি অর্ধ-শতরান হাঁকিয়েছেন শুভমন। বরাবরই শুভমনের ভূয়সী প্রশংসা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। 'কিং কোহলি'কে শুভমন নিজের আইডল মনে করেন। বিরাট একেবারে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন শুভমনকে। বিশ্বযুদ্ধে নামার আগে বিরাট আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন যে, শুভমনের কোনও পরামর্শের প্রয়োজন নেই। রোহিতের ওপেনিং পার্টনারের থেকে দারুণ কিছু দেখার অপেক্ষায় ভারতীয় ফ্যানরা।
বিরাট বলেন, 'দেখুন, শুভমন আমার সঙ্গে ক্রিকেট নিয়ে প্রচুর কথা বলে। ও শিখতে খুবই আগ্রহী। এই বয়সে ওর অসাধারণ স্কিল। সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা ও খেলার দারুণ মানসিকতা রয়েছে ওর মধ্যে। আমাদের মধ্যে সেই সম্পর্ক রয়েছে। সেটা পারস্পরিক সম্মানের মধ্যে দিয়েই তৈরি হয়েছে। আমি ওকে সাহায্য করতে আগ্রহী। যাতে ও আরও এগিয়ে যেতে পারে। শুভমন খুব ভালো বোঝে যে, ওর মধ্যে কী সম্ভাবনা রয়েছে। ও দীর্ঘ সময়ে ধারাবাহিক ভাবে ভারতের হয়ে পারফর্ম করতে পারবে। ভারতীয় ক্রিকেট উপকৃত হবে। এসব কিং ও প্রিন্সের ট্যাগ সাধারণ মানুষ ও দর্শকদের জন্য ঠিক আছে। কিন্তু আমার মনে হয় একজন সিনিয়র প্লেয়ারের কাজই হচ্ছে তরুণদের সাহায্য করা। নিজেদের কেরিয়ার থেকে যে শিক্ষা পেয়েছি, তা ওদের সঙ্গে ভাগ করে নেওয়া। যাতে ওরা কোনওরকম ওঠাপড়ায় নিজেদের মানিয়ে নিতে পারে। শুভমনের মতো কেউ যখন শিখতে আগ্রহী হয়, তখন বোঝা যায় যে, সর্বোচ্চ পর্যায়ে সে দীর্ঘদিন ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারবে। আমার মতে শুভমন একটা মিষ্টি বাচ্চা। দারুণ খেলছে। আমি চাই এভাবে ও টেস্ট ম্যাচেও খেলুক। যেভাবে শুভমন খেলছে, এই মুহূর্তে ওর কোনও পরামর্শের প্রয়োজন নেই।'
চলতি বছর শুভমন দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরির হিসাবে ধরলে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এটি তরুণ ওপেনারের তৃতীয় সেঞ্চুরি। এর মধ্যে শেষ দু’ম্যাচেই শতরান করেছেন তিনি। আর শুধু সেঞ্চুরি নয়, এদিন আরও একটি অভাবনীয় কীর্তি গড়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি। নিজের ওয়ানডে কেরিয়ারে এক হাজার রানের গণ্ডিও পেরিয়ে গিয়েছেন তিনি। তাও মাত্র ১৯ ইনিংসে। ভারতের দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন গিল। এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত হাজার রানের গন্ডি পেরোনোর রেকর্ড ছিল যুগ্মভাবে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের দখলে। তাঁরা এই কীর্তি গড়েছিলেন ২৪ ইনিংসে। শুধু ভারতের নিরিখে নয়, গোটা বিশ্বে দ্রুততম হাজার রান তোলার নিরিখেও গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে চলে এলেন শুভমন। একমাত্র পাকিস্তানের ফকর জামান তাঁর চেয়ে কম ইনিংসে (১৮) ওয়ানডেতে হাজার রানের গণ্ডি পেরিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমনের ট্র্র্যাকরেকর্ড দারুণ। পাঁচটি টেস্ট খেলে তিনি একটি শতরান করেছেন। জোড়া হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)