Virat Kohli: প্রায় দু'বছর পর ফিরলেন বিরাট, পেলেন না আর কোনও ভারতীয়কে! যে খবর শিরোনামে

Virat Kohli returns to top 10 after nearly 2-year absence: আইসিসি টেস্ট ব়্য়াঙ্কিংয়ে প্রথম দশে এলেন বিরাট কোহলি। প্রায় দু'বছর পর টেস্টের ক্রমতালিকায় প্রথম দশে ফিরলেন বিরাট।

Updated By: Jan 3, 2024, 05:34 PM IST
Virat Kohli: প্রায় দু'বছর পর ফিরলেন বিরাট, পেলেন না আর কোনও ভারতীয়কে! যে খবর শিরোনামে
কোহলি ফিরলেন সেরা দশে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন ভারত অধিনায়ক ও ব্য়াটিং মায়েস্ত্রো বিরাট কোহলি (Virat Kohli) ফের সেরা দশে। বুধবার আইসিসি-র (International Cricket Council, ICC) প্রকাশিত টেস্ট ব়্য়াঙ্কিং বলছে যে, কোহলি চার ধাপ লাফিয়ে ক্রমতালিকায় নয় নম্বরে এসেছেন। শেষবার কোহলি ২০২২ সালের মার্চ মাসে টেস্ট ব়্য়াঙ্কিংয়ে ব্য়াটারদের তালিকায় প্রথম দশে ছিলেন। একটা সময় কোহলি তিন ফরম্য়াটেই প্রথম পাঁচে থাকতেন নিয়মিত ভাবে। তবে দীর্ঘ ব্য়াড প্য়াচের জন্য়ই তাঁর চেনা মেজাজটা হারিয়ে যায়। যার প্রভাব পড়ে  ব়্য়াঙ্কিংয়েও। তবে সেসব দিন এখন অতীত। কোহলি ফের ফিরেছেন চেনা মেজাজে। সাদা এবং লাল বলে চেনা ব্য়াটিংটাই করছেন। তবে টেস্টে ব্য়াটারদের তালিকায় প্রথম দশে বিরাট আর কোনও ভারতীয়কে পেলেন না। বারো নম্বরে আছেন ঋষভ পন্থ। চার ধাপ নেমে ১৪ নম্বরে এসেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কোহলি প্রথম দশে আসতে পেরেছেন সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩৮ ও ৭৬ রান করে। 

আরও পড়ুন: T20 World Cup: যুদ্ধের সলতে পাকানো শুরু...'রো-কো'র সঙ্গে আলোচনায় আগরকর, নজরে আইপিএলের তিরিশ

২০২০ থেকে ২০২২ পর্যন্ত বিরাটের টেস্টে গড় ছিল মাত্র ৪০। তবে শেষ আটটি টেস্টে ৬৭১ রান করেছেন ৫৪.৭৩-এর গড়ে। ঝুলিতে আছে জোড়া সেঞ্চুরি। বিরাট ও রেকর্ড সমার্থক। তিনি মাঠে নামার আগেই সবুজ ঘাস রেকর্ডের গন্ধ পেতে শুরু করে। ভারতের ব্য়াটিং মায়েস্ত্রো ব্য়াট ধরলেই, পরিসংখ্য়ানবিদরা খাতা-কলম নিয়ে তৈরি হয়ে যান। সেঞ্চুরিয়নে হারা টেস্টেই বিরাট ইতিহাস লিখেছেন কোহলি, অতীতে যা কেউ পারেননি! ভারতের প্রাক্তন অধিনায়ক প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্য়ালেন্ডার বর্ষে সাতবার ২০০০ আন্তর্জাতিক রান করেছেন। এর আগে কোহলি এক বছরে দেশের জার্সিতে ২০০০ রান করেছিলেন ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে। জুড়ল ২০২৩। কোহলি টপকে গেলেন কুমার সঙ্গাকারাকে। দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি এই নজির করেছেন ছ'বার। তিনে আরেক শ্রীলঙ্কার রত্ন মাহেলা জয়বর্ধনে। যিনি পাঁচ বছর এই মাইলস্টোন স্থাপন করেছেন। চারে সচিন তেন্ডুলকর। 'ক্রিকেট ঈশ্বর'ও মাহেলার আসনেই। পাঁচে জ্য়াক কালিস। প্রোটিয়া কিংবদন্তি করেছেন চারবার।  

আরও পড়ুন: Virat Kohlis Unseen Video: ফাইনালে ভেঙে পড়েছিলেন পুরোপুরি! কিংকর্তব্যবিমূঢ় কোহলির ভিডিয়ো সামনে

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.