Virat Kohli | IND vs BAN: সেঞ্চুরি করে ক্ষমা চাইলেন বিরাট! খেলার শেষে কেন এমন বললেন তিনি?

Virat Kohli Says Sorry to his teammate after century: সেঞ্চুরির পর ক্ষমা চাইলেন বিরাট কোহলি। কারণ জানতে পড়তে হবে এই প্রতিবেদন।

Updated By: Oct 19, 2023, 10:12 PM IST
 Virat Kohli | IND vs BAN: সেঞ্চুরি করে ক্ষমা চাইলেন বিরাট! খেলার শেষে কেন এমন বললেন তিনি?
সেঞ্চুরির পর ক্ষমা চাইলেন বিরাট কোহলি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপে (World Cup 2023) অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে রোহিতবাহিনী (Rohit Sharma and Co)। টানা চার ম্য়াচ জিতে ১০০ শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভারত। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানের পর এবার ভারত হারিয়ে দিল বাংলাদেশকে (IND vs BAN | World Cup 2023)। অপ্রতিরোধ্য় মেজাজেই কাপযুদ্ধে 'দাদাগিরি' অব্য়াহত রাখল ভারত। সাত উইকেটে তারা হারাল বাংলাদেশকে। আর এই ম্য়াচেই বিরাটের ব্য়াট থেকে এসেছে হিসেবি ঝকঝকে শতরান। তবে বিরাট এদিন আন্তর্জাতিক কেরিয়ারের ৪৮ নম্বর ওয়ানডে শতরান করে ক্ষমা চাইলেন! হ্যাঁ, ঠিকই পড়েছেন। ক্ষমা চাইলেন তাঁর সতীর্থ রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) কাছে। ১০ ওভারে ৩৮ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছিলেন জাদেজা। নেন অসাধারণ ক্য়াচও। তিনি হতেই পারতেন ম্য়াচের সেরা। 

আরও পড়ুন: IND vs BAN | World Cup 2023: পঞ্চমীতে একেবারে চারে চার, কোহলির সেঞ্চুরিতে 'বাঘ' মারল ভারত
 

অসাধারণ ইনিংস খেলার পর কোহলি বলেন, 'ম্য়াচের সেরার পুরস্কার জাড্ডুর থেকে চুরি করে নেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী। আমি বড় অবদান রাখতে চেয়েছিলাম। বিশ্বকাপে খুব কম অর্ধ-শতরান রয়েছে আমার। সেভাবে পঞ্চাশগুলিকে বড় রানে বদলাতে পারিনি। তবে এবার শেষ পর্যন্ত থেকে ম্য়াচ জিতিয়ে, সেই হিসেব বদলাতে চেয়েছিলাম। যেটা আমি বছরের পর বছর করে আসছি। আমি শুভমনকে বলছিলাম, তুমি যদি এরকম পরিস্থিতির স্বপ্নও দেখ কখনও, তাহলে ঘরে ফিরে শুয়ে মনে হবে এটা বাস্তব নয়। আমার জন্য শুরুটা একেবারে স্বপ্নের মতো হয়েছিল। প্রথম চার বলে দু'টি ফ্রি-হিট পেলাম। একটি ছয় ও একটি চার হল। খুব ঠান্ডা মাথায় ইনিংস খেলতে পেরেছিলাম। পিচ খুবই ভালো ছিল। আমি একদম আমার স্বাভাবিক খেলা খেলেছি। শুধু টাইমিং করেছি, ফাঁক দিয়ে বল মেরেছি। যখন প্রয়োজন হয়েছে, তখনই চার মেরেছি। সাজঘরের পরিবেশ দারুণ। আমরা একে অপরের কোম্পানি উপভোগ করি। আমাদের স্পিরিট সবাই দেখতে পায়। আমরা জানি এটা লম্বা টুর্নামেন্ট। একটা মোমেন্টাম তৈরি করতে হবে। ঘরের মাঠে এত মানুষের সামনে খেলার অভিজ্ঞতাই আলাদা।'

বাংলাদেশ প্রথমে ব্য়াট করে তোলে আট উইকেটে ২৫৬। রান তাড়া করতে নেমেছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। বিধ্বংসী মেজাজে শুরু করেছিল ওপেনিংয়ে ভারতের জুনিয়র-সিনিয়র কম্বিনেশন। ১৩ ওভারের মধ্যে ভারত প্রথম উইকেট হারায়। ৪০ বলে ৪৮ রানের (৭টি চার ও ২টি ছয়) মারকাটারি ইনিংস খেলে ফেরেন রোহিত। হাসান মাহমুদের শর্ট লেন্থের বল পুল করতে গিয়ে রোহিত বাউন্ডারি লাইনে তৌহিদ হৃদয়ের হাতে জমা পড়ে যান। এরপর তিনে নামেন বিরাট কোহলি। তাঁর সঙ্গী হন শুভমন গিল। তবে পঞ্জাবের তরুণ ব্য়াটার ফেরেন ৫৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে। মেহদি হাসান মিরাজের বলে তিনি মাহমুদুল্লাহের হাতে ক্য়াচ তুলে দেন। কিন্তু ম্য়াচ জিতিয়েই মাঠ ছাড়ার শপথ নিয়েছিলেন কিং কোহলি। তিনি ক্রিজ আঁকড়ে ছিলেন। এরপর চারে নেমে শ্রেয়স আইয়ার ২৫ বলে ১৯ রান করে আউট হয়ে যায়। তবে পাঁচে নামা কেএল রাহুল এদিন অসাধারণ সতীর্থের পরিচয় দিলেন। এক সময়ে কোহলির সেঞ্চুরি ও ভারতের জয়ের জন্য় লক্ষ্য়মাত্রা ছিল ১৫ রান। ঠিক সেই জায়গা থেকেই একেবারে হিসেব কষে কোহলি সেঞ্চুরিটি করে নেন। এমনকী আম্পায়ারও চেয়েছিলেন কোহলি সেঞ্চুরি করুক। তিনি অবধারিত ওয়াইডও দেননি। কোহলি এদিন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৪৮ নম্বর ওয়ানডে শতরান করলেন। ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত থাকলেন কিং। রাহুল ৩৪ বলে ৩৪ রানে ছিলেন ক্রিজে। আগামী ২২ অক্টোবর ভারতের পঞ্চম ম্যাচ। এবার প্রতিপক্ষ নিউজিল্য়ান্ড।

আরও পড়ুন: Sara Tendulkar | IND vs BAN: মাঠে এসেছেন সারা, মিমে মজে নেটপাড়া, দেখুন সব নমুনা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.