বর্ষসেরা ক্রিকেটার কোহলি, পাচ্ছেন উমরিগর পুরস্কার

সচিন, সেওয়াগ, গম্ভীর, দ্রাবিড়ের পর এবার কোহলি। স্বপ্নের বছরের স্বীকৃতিটাও অনেকটা স্বপ্নের মতই চলছে। একের পর এক পুরস্কারের বন্যায় ভেসে যাওয়া `মর্ডান মিস্টার ইন্ডিয়ান ক্রিকেট` বিরাট কোহলির ক্যাবিনেটে যোগ হল দেশের ক্রিকেটের সেরা ট্রফিটা। তবে নিঃসন্দেহে এই পুরস্কারটা তাঁকে আলাদা তৃপ্তি দেবে। কারণ এই পুরস্কারটাই তাঁকে দেশের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি দিল। প্রসঙ্গত, দেশের বর্ষসেরা ক্রিকেটারকে পলি উমিরগর ট্রফি দিয়ে থাকে ভারতীয় বোর্ড। সেই পলি উমরিগর পুরস্কার পেতে চলেছেন বিরাট কোহলি।

Updated By: Nov 1, 2012, 06:54 PM IST

সচিন, সেওয়াগ, গম্ভীর, দ্রাবিড়ের পর এবার কোহলি। স্বপ্নের বছরের স্বীকৃতিটাও অনেকটা স্বপ্নের মতই চলছে। একের পর এক পুরস্কারের বন্যায় ভেসে যাওয়া `মর্ডান মিস্টার ইন্ডিয়ান ক্রিকেট` বিরাট কোহলির ক্যাবিনেটে যোগ হল দেশের ক্রিকেটের সেরা ট্রফিটা। তবে নিঃসন্দেহে এই পুরস্কারটা তাঁকে আলাদা তৃপ্তি দেবে। কারণ এই পুরস্কারটাই তাঁকে দেশের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি দিল। প্রসঙ্গত, দেশের বর্ষসেরা ক্রিকেটারকে পলি উমিরগর ট্রফি দিয়ে থাকে ভারতীয় বোর্ড। সেই পলি উমরিগর পুরস্কার পেতে চলেছেন বিরাট কোহলি।
বিরাট কোহলি এবারে পলি উমরিগর পুরস্কারে মনোনিত হলেন। ২০১১-১২ কোহলির সেরা পারফরমেন্সের ভিত্তিতে বিসিসিআই এই পুরস্কার দিতে চলেছে। ২১ নভেম্বর বিসিসিআইয়ের পক্ষ থেকে বার্ষিক পুরস্কার বিতরনি অনুষ্ঠানে এই ট্রফি সঙ্গে পাঁচ লক্ষ টাকার চেক তাঁর হাতে তুলে দেওয়া হবে। এর আগে ভারতের নামী দামী ক্রিকেটাররা এই সম্মানে ভূষিত হয়েছেন। সচিন তেন্ডুলকর ২০০৬-০৭ ও ২০০৯-১০, বীরেন্দ্র সেওয়াগ ২০০৭-০৮, গৌতম গম্ভীর ও রাহুল দ্রাবিড় ২০০৮-০৯ ও ২০১০-১১ এই সম্মানে পুরস্কৃত হয়েছেন। ২০১১-১২ মরসুমটা কোহলিকে ভারতীয় ক্রিকেটে সুপারস্টারের মর্যাদা এনে দিয়েছে। দিল্লির এই ডানপিঠে ব্যাটসম্যানের কাছ থেকে এমন বেশ কিছু ইনিংস এসেছে যা দেখে গোটা বিশ্ব চমকে গেছে। ভারতীয় ক্রিকেটে ২০১১-১২ মরসুমটা কোহলির, তাই দেশের ক্রিকেটের সেরার পুরস্কারটা শোভা পাবে দিল্লির বাড়িটাতেই।
কোহলির স্বপ্নের বছরের স্বপ্নের ফর্ম---
. সাত টেস্টে ৬২৭ রান। গড় ৫২.২৫ ও দুটি শতরান।
. ২৬ টি ওয়ানডে ১৫৩৯ রান। গড় ৭৩.০০ ও সাতটি শতরান।
. ৪৮ টি-টোয়েন্টিতে ৩৮৯ রান যার মধ্যে ৪ টি অর্ধশত রয়েছে।
পলি উমরিগর দেশের হয়ে ৫৯ টি টেস্ট খেলেন। তিন বছর দেশের অধিনায়কত্ব করেন। সেই উমরগরের সম্মানেই দেশের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়।

.