'মিস্টার ৩৬০ডিগ্রি' এখন 'স্পাইডারম্যান'

বৃহস্পতিবার প্রথমে বাইশ গজে এবি ডিভিলিয়ার্সের  ব্যাটিং তাণ্ডব দেখে চিন্নাস্বামী স্টেডিয়াম। হায়দরাবাদের বিরুদ্ধে ৩৯ বলে ৬৯ রান করেন বেঙ্গালুরুর প্রোটিয়া ব্যাটসম্যানটি। এর পর অতিমানবীয় এবিডি-কে দেখল চিন্নাস্বামী।

Updated By: May 18, 2018, 10:12 AM IST
'মিস্টার ৩৬০ডিগ্রি' এখন 'স্পাইডারম্যান'
সৌজন্যে- টুইটার

নিজস্ব প্রতিবেদন :  অবিশ্বাস্য ! উড়ন্ত ডিভিলিয়ার্স। অসাধারণ ক্যাচ। বাইশ গজের মিস্টার ৩৬০ ডিগ্রি, বৃহস্পতিবার চিন্নাস্বামীতে হয়ে গেলেন 'স্পাইডারম্যান'। শুধু ব্যাট হাতে নয়, বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে অতিমানবীয় হয়ে উঠলেন এবি ডিভিলিয়ার্স।

আরও পড়ুন- টেস্ট ক্রিকেট থেকে টস তুলে দিতে পারে আইসিসি

বৃহস্পতিবার প্রথমে বাইশ গজে এবি ডিভিলিয়ার্সের  ব্যাটিং তাণ্ডব দেখে চিন্নাস্বামী স্টেডিয়াম। হায়দরাবাদের বিরুদ্ধে ৩৯ বলে ৬৯ রান করেন বেঙ্গালুরুর প্রোটিয়া ব্যাটসম্যানটি। এর পর অতিমানবীয় এবিডি-কে দেখল চিন্নাস্বামী। হায়দরাবাদের ইনিংসের অষ্টম ওভারে মইন আলির শেষ বলে অ্যালেক্স হেলসের শটটি ছয় বলেই ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু বল বাউন্ডারির কাছে পৌঁছতেই হায়দরাবাদ সমর্থকদের উল্লাস বদলে যায় বিলাপে। দেখা যায়, বাউন্ডারি লাইনে উড়ন্ত ক্যাচ ধরে সতীর্থদের দিকে ছুটে আসছেন ডিভিলিয়ার্স । যা দেখে রীতিমত হতবাক হয়ে যান সবাই। 

এবিডি'র ওই ক্যাচ নিয়ে বিরাট কোহলি বলেন,"ক্যাচটা নিল যেন একেবারে স্পাইডারম্যান। ওরকম ক্যাচ ধরা সবার কম্মো নয়।' 

ম্যাচ শেষে বেঙ্গালুরু অধিনায়কের টুইট, "জ্যান্ত স্পাইডারম্যানকে আজ দেখলাম"।      

.