''দ্রাবিড়ের থেকে কথা বলা শিখুন'', বিরাটকে চাচাছোলা আক্রমণ দক্ষিণী অভিনেতার
রং দে বসন্তি- সিনেমাখ্যাত সিদ্ধার্থের সঙ্গে গলা মিলিয়েছেন অনেকে।
নিজস্ব প্রতিনিধি : ''রাজা সবারে দেন মান। সে মান আপনি ফিরে পান।'' বিরাট কোহলি এমন আপ্তবাক্য মেনে চলেন কিনা বলা মুশকিল। তিনি অনেক বেসি আগ্রাসী। সেই আগ্রাসনের সামনে পড়লে যে কোনও কিছু মুহূর্তে উড়ে যেতে পারে। মান-অপমান নিয়ে অবশ্য তিনি সচেতন। তবে কেউ তাঁকে দু'কথা শুনিয়ে দিলে তিনি তাঁকে পাল্টা দিতে ছাড়েন না। আর সেটা করতে গিয়েই অনেক সময় ঘটে বিপত্তি। বিরাট কোহলি নিজের উপর চাপ বাড়িয়ে ফেলেন। এবার ব্যাপারটা সেরকমই। জন্মদিনে অ্যাপ লঞ্চ করে বিরাট চেয়েছিলেন সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়াবেন। কিন্তু সেটা করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেল। এক ক্রিকেট সমর্থকের বলা কথা বিরাট হজম করতে পারলেন না। ঠিকরে বেরিয়ে এল বিরাটের আগ্রাসী-সত্ত্বা। আর তাতেই যাবতীয় গোলমালের সূত্রপাত।
আরও পড়ুন- আরও চাপে কোহলি, বিরাটের বিতর্কিত ভিডিও নিয়ে এবার তদন্ত করবে সিওএ
ভক্তের টুইটে লেখা ছিল, ''বিরাট কোহলি ওভাররেটেড ব্যাটসম্যান। ওর ব্যাটিংয়ে আমি কিছু স্পেশাল দেখতে পাই না। ভারতীয়দের থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখতে আমি বেশি পছন্দ করি।'' বিরাট তাঁকে পাল্টা দিয়ে লেখেন, ''আমার মনে হয় আপনার অন্য কোনও দেশে গিয়ে থাকা উচিত। আপনি এই দেশে বসবাস করবেন আর অন্য দেশকে ভালবাসবেন! আপনি আমাকে পছন্দ না-ই করতে পারেন। তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় আপনার এই দেশ থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে থাকা উচিত। আপনি সবার আগে নিজের অগ্রাধিকার ঠিক করুন।'' এমনিতে মাঠে বিরাটের আগ্রাসী মনোভাব নিয়েও বহুবার প্রশ্ন ওঠে। এবার মাঠের বাইরে তাঁর এমন মনোভাব নিয়ে যাবতীয় বিতর্ক। অনেকেই বিরাটের সমালোচনা করছেন। প্রত্যেকের বক্তব্য প্রায় এক, সমর্থকদের জন্যই আজ তিনি স্বনামধন্য বিরাট কোহলি। তাই সমর্থকদের প্রতি তাঁর আরও বেশি সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ হওয়া উচিত। তা ছাড়া কাউকে দেশ ছেড়ে চলে যেতে বলার অধিকার বিরাটের নেই। এমনও বলছেন অনেকে।
বিরাটের সমালোচকদের দলে এবার নাম লেখালেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। তিনি লিখলেন, ''আপনি যদি সত্যিই কিং কোহলি থাকতে চান, তাহলে এবার থেকে কিছু বলার আগে সতর্ক হোন। দরকার হলে রাহুল দ্রাবিড়ের থেকে শিখুন কীভাবে কথা বলতে হয়! ভারতীয় দলের অধিনায়ক কী করে এমন মূর্খের মতো মন্তব্য করেন!'' রং দে বসন্তি- সিনেমাখ্যাত সিদ্ধার্থের সঙ্গে গলা মিলিয়েছেন অনেকে। তাঁদেরও একই বক্তব্য, ভক্তদের প্রতি বিরাটের এরকম রুক্ষ কথাবার্তা মেনে নেওয়া যায় না।
If you want to remain #KingKohli it may be time to teach yourself to think 'What would Dravid say?' before speaking in future. What an idiotic set of words to come from an #India #captain! https://t.co/jVsoGAESuM
— Siddharth (@Actor_Siddharth) November 8, 2018