IND vs PAK | World Cup 2023: বুমরার হাতে উঠল সেরার ট্রফি, পেসারের কৃতজ্ঞতা পাক কিংবদন্তিকে

Waqar Younis praising me is a great feeling, says Jasprit Bumrah: জসপ্রীত বুমরা ম্য়াচের সেরা হয়ে ধন্যবাদ দিলেন এক পাক কিংবদন্তিকে। বলছেন, তাঁকে দেখেই বেড়ে উঠেছেন বুমবুম।

Updated By: Oct 14, 2023, 09:24 PM IST
IND vs PAK | World Cup 2023: বুমরার হাতে উঠল সেরার ট্রফি, পেসারের কৃতজ্ঞতা পাক কিংবদন্তিকে
ম্যাচের সেরার পুরস্কার হাতে বুমরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের একপেশে 'মাদার অফ অল ব্য়াটল'-এর (IND vs PAK | World Cup 2023) সাক্ষী থাকল নরেন্দ্র মোদী স্টেডিয়াম ((Narendra Modi Stadium, Ahmedabad)। শনিবার লক্ষাধিক দর্শকের সামনে হেসেখেলে রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma) চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে উড়িয়ে দিল। পার্কে ঘুরতে আসার মেজাজে শনিবার খেলল টিম ইন্ডিয়া। এদিন রোহিত টস জিতে ব্য়াট করতে পাঠিয়েছিলেন বাবর আজমদের (Babar Azam)। ভারতীয়দের পেস-স্পিনের লাগাতার আক্রমণে মোতেরায় মুখ থুবড়ে পড়ে পাক ব্য়াটিং লাইন-আপ। ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে শেষ হয়ে যায় বাবরদের গল্প। সেই রান তাড়া করে ভারত ম্য়াচ জেতে সাত উইকেটে, হাতে ১১৭ বল রেখে। এদিন ম্যাচের সেরা হয়েছেন জাতীয় দলের স্টার পেসার জসপ্রীত বুমরা। একটি মেডেন-সহ সাত ওভার বল করে, ১৭ রান দিয়ে বুমরা তুলে নিয়েছেন দুই উইকেট। ম্য়াচের সেরা হয়ে বুমরা ধন্যবাদ দিলেন এক পাক কিংবদন্তিকে!

আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: বাবর ফিরতেই অরিজিতের দেদার সেলিব্রেশন! গায়কের ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল

বুমরা এদিন বলেন, 'ম্যাচের সেরা হয়ে ভালো লাগছে। উইকেট বুঝে বল করার চেষ্টা করেছি। দ্রুত উইকেট বুঝে ব্যাটারদের জীবন আরও কঠিন করার চেষ্টা করেছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন আমি সিনিয়রদের প্রচুর প্রশ্ন করতাম। ওটাই আমাকে সাহায্য করেছে দ্রুত পরিবেশ বুঝে নেওয়ার জন্য়। আজ দেখছিলাম যে, রবীন্দ্র জাদেজার বল কিছুটা ঘুরছিল। আমি তখনই বুঝে যাই যে, মাঝের ওভারে আমার বল করাটা ভালো হবে। আমি চেষ্টা করেছি এবং ফল পেয়েছি। আজ সেরকমই একটি দিন।' বুমরার পারফরম্যান্সের প্রশংসা করেছে পাক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। সে খবর বুমরার কাছে রয়েছে। এই প্রসঙ্গে বুমরা বলছেন, 'অল্প সময়ের জন্য় বল এদিন রিভার্স সুইং করেছে। আউটসুইঙ্গার ছিল, কাটার ছিল না। আমি ওয়াকার ইউনিস ও ওয়াসিম আক্রমের ম্যাজিকাল সব ডেলিভারি দেখে বড় হয়ে উঠেছি। ওয়াকারের প্রশংসা পাওয়া আমার কাছে বিরাট ব্য়াপার।'বলে রাখা ভালো এই মুহূর্তে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গিয়েছেন বুমরা। তিন ম্য়াচে তাঁর ঝুলিতে চলে এসেছে আট উইকেট।

আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: পাকিস্তানকে ফুৎকারে উড়িয়ে কাপযুদ্ধে তিনে তিন ভারতের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.