পাকিস্তানের বিরুদ্ধে আজকের দিনেই নেওয়া কুম্বলের সেই ১০ উইকেটের ভিডিও দেখুন
আজ ৭ ফেব্রুয়ারি। আর ৭ ফেব্রুয়ারি মানেই ভারতীয় ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিন। গর্বের দিন। কারণ, টেস্ট ক্রিকেটে আজকের দিনেই অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইংরেজ বোলার জিম লেকারের রেকর্ড স্পর্ষ করেছিলেন। এই গ্রহে মাত্র এই দুজন টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখাতে পেরেছেন। ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি দিল্লির ফিরোজ শাহ কোটলাতে পাকিস্তানের বিরুদ্ধে এই অসাধারণ কাণ্ডটি ঘটিয়েছিলেন বর্তমান ভারতীয় দলের কোচ।
ওয়েব ডেস্ক: আজ ৭ ফেব্রুয়ারি। আর ৭ ফেব্রুয়ারি মানেই ভারতীয় ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিন। গর্বের দিন। কারণ, টেস্ট ক্রিকেটে আজকের দিনেই অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইংরেজ বোলার জিম লেকারের রেকর্ড স্পর্ষ করেছিলেন। এই গ্রহে মাত্র এই দুজন টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখাতে পেরেছেন। ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি দিল্লির ফিরোজ শাহ কোটলাতে পাকিস্তানের বিরুদ্ধে এই অসাধারণ কাণ্ডটি ঘটিয়েছিলেন বর্তমান ভারতীয় দলের কোচ।
আরও পড়ুন বাংলাদেশের বিরুদ্ধে তিনটে সেঞ্চুরি ভারত এ দলের তরুণ ক্রিকেটারদের
সেদিন ভারতের ৪২০ রান তাড়া করতে নেমেছিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। শুরুটা খারাপ তো নয়ই বরং, বেশ ভালোই করছিলেন দুই পাক ওপেনার। এক সময় পাকিস্তানের রান ছিল বিনা উইকেটে ১০১। কিন্তু এরপরেই কুম্বলের দুরন্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।মাত্র ৭৪ রানের বিনিময়ে একাই ১০ উইকেট তুলে নেন অনিল কুম্বলে। এক কাজ করুন। সেদিনের ম্যাচের কুম্বলের ১০ উইকেট নেওয়ার ছোট্ট ভিডিওটিই বরং দেখে নিন। দেখতে দেখতে ফিরে যান ১৮ বছর আগের দিনগুলোয়।
আরও পড়ুন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন অ্যালিস্টার কুক