Babar Azam vs Shaheen Shah Afridi: বাবর সাম্রাজ্যের পতন ঘটিয়ে কীভাবে সেলিব্রেশন করলেন শাহিন আফ্রিদি? দেখুন ভিডিয়ো

বাবরকে আউট করে সেলিব্রেশন সারলেও, পরে তাঁকে জড়িয়ে ধরেন শাহিন। মাত্র ৪০ রানে ৫ উইকেট নেন তিনি। দলের অধিনায়কের এমন আগুনে বোলিংয়ের জন্যই পেশওয়ার জালমিকে ৪০ রানে হারিয়ে দেয় লাহোর কলন্দর।     

Updated By: Feb 27, 2023, 02:40 PM IST
Babar Azam vs Shaheen Shah Afridi: বাবর সাম্রাজ্যের পতন ঘটিয়ে কীভাবে সেলিব্রেশন করলেন শাহিন আফ্রিদি? দেখুন ভিডিয়ো
বোল্ড করার পর বাবরের সঙ্গে খুনসুটিতে মজেছিলেন শাহিন আফ্রিদি। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি ব্যাট হাতে বাইশ গজে নামলেই বিপক্ষের বোলাররা চাপে থাকেন। ফরম্যাট যাই হোক, বাবর আজমের (Babar Azam) উইলো বিপক্ষকে শাসন করবেই। কিন্তু পাকিস্তানের (Pakistan) সেই অধিনায়ক দ্রুত ফিরে গেলে আলোচনা তো হবেই। আর এবার আলোচনার আরও বড় কারণ হল, বাবরকে তাঁর পাক দলের অন্যতম ভরসা শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) বোল্ড করে দিয়েছেন! সেই ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি। 

২৭ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার লাহোরের (Lahore) গদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium) মুখোমুখি হয়েছিল পেশওয়ার জালমি (Peshawar Zalmi) ও লাহোর কলন্দর (Lahore Qalandars)। ফকর জমানের (Fakhar Zaman) ৪৫ বলে ৯৬ এবং আবদুল্লা শফিকের (Abdullah Shafique ) ৪১ বলে ৭৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪১ রান তুলে দেয় লাহোর কলন্দর। 

আরও পড়ুন: কলঙ্কিত পাক ক্রিকেট! চুরি হল লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের একাধিক সিসিটিভি ক্যামেরা

আরও পড়ুন: Jasprit Bumrah Injury: বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া ও মুম্বই ইন্ডিয়ান্স, বিশ্বকাপের আগে মাঠেই নামতে পারবেন না বুমরা

জবাবে ব্যাট করতে নেমে পেশওয়ারের ব্যাটিংকে একাই বুঝে নেন লাহোরের অধিনায়ক শাহিন। দুই ওপেনার মহম্মদ হারিস ও বাবরকে বোল্ড করে দেন তিনি। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান মহম্মদ হারিস। এরপর আরও বড় ধাক্কা খায় পেশওয়ার। ২.৫ ওভারে একটি দারুণ ইনসুইংয়ে পরাস্ত হন বাবর। উড়ে যায় তাঁর স্টাম্প। শাহিনের একটি ডেলিভারির লাইন মিস করেন বাবর। শরীরের দূর থেকে ডাইভ মারতে গেলে ঘাতক ইনসুইং তাঁর স্টাম্প ভেঙে দেয়। জাতীয় দলের অধিনায়ককে আউট করে শাহিনের দুই হাত মেলে সেই ট্রেডমার্ক সেলিব্রেশন ছিল দেখার মতো। 

বাবরকে আউট করে সেলিব্রেশন সারলেও, পরে তাঁকে জড়িয়ে ধরেন শাহিন। মাত্র ৪০ রানে ৫ উইকেট নেন তিনি। দলের অধিনায়কের এমন আগুনে বোলিংয়ের জন্যই পেশওয়ার জালমিকে ৪০ রানে হারিয়ে দেয় লাহোর কলন্দর। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.