IND VS SL | Asia Cup 2023 Final: মহাযুদ্ধে মুষলধারে বৃষ্টি? মহাতারকাকে ছাড়াই ভারত!

weather forecast in india vs sri lanka Asia Cup 2023 Final: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা।  

Updated By: Sep 17, 2023, 12:45 PM IST
IND VS SL | Asia Cup 2023 Final: মহাযুদ্ধে মুষলধারে বৃষ্টি? মহাতারকাকে ছাড়াই ভারত!
এশিয়া কাপের ফাইনালেও কি বৃষ্টি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা (IND VS SL | Asia Cup 2023 Final)। এখন প্রশ্ন সেই একটাই, আদৌ কি রবিবার ফাইনাল হবে! পুরো টুর্নামেন্টে ভিলেনের ভূমিকায় অত্যন্ত উজ্জ্বল উপস্থিতি বৃষ্টিরই। মহাযুদ্ধে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে যে, সন্ধে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৯০ শতাংশ পর্যন্ত বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন: IND vs BAN: সুপারহিট শুভমন, অসাধারণ অক্ষর, তবুও ফ্রাইডে ব্লকবাস্টার পদ্মাপাড়ের!

খেলা যদি ভেস্তে যায় তাহলে ম্যাচের ফয়সলা হবে রিজার্ভ-ডে'র দিন। অর্থাৎ আগামিকাল সোমবারে খেলা গড়াবে। এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সাতবার ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। ভারতের ঠিক পরেই রয়েছে শ্রীলঙ্কা। ছ'বার এশিয়া কাপ জিতেছে গতবারের চ্যাম্পিয়ন টিম। শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা জিতলে তারা স্পর্শ করবে ভারতকে। ফ্যানরা চাইছেন যে, ফাইনালের ফয়সলা রবিতেই হয়ে যাক।

অন্যদিকে ভারত এদিন পাচ্ছে না স্টার অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। একাধিক চোটে ভুগছেন তিনি। তাঁর পরিবর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে উড়িয়ে আনা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। সুপার ফোর পর্যায়ের, শেষ ম্য়াচ হয়েছিল এই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামেই। ভারত মুখোমুখি হয়েছে বাংলাদেশের। একেবারে নিয়মরক্ষার ম্যাচে ভারত হেরে যায় ছয় রানে। এই ম্য়াচে ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেছিলেন। খেলার সময়ে অক্ষরের বাঁ-দিকে কোয়াড্রিসেপসে টান ধরেছিল। সেই চোটও রয়েছে তাঁর। তবে চোটের জন্য শ্রীলঙ্কাও পাচ্ছে না তারকা স্পিনার মহেশ থিকসানাকে। প্রতিযোগিতায় ১০ উইকেট নিয়েছিলেন তিনি। থিকসানার না থাকা শ্রীলঙ্কার জন্য বিরাট ধাক্কা। থিকসানার জায়গায় দলে এসেছেন সাহান আরাচ্চিগেকে।

এশিয়া কাপের ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাউইকরামা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়ালালাগে, সাহান আর্চচিগে, প্রমোদ মাদুশান ও মাথিসা পাথিরানা।

আরও পড়ুন: Ravindra Jadeja | IND vs BAN: কপিলদের এলিট ক্লাবে ঢুকে পড়লেন, অনন্য মাইলস্টোনে তবুও 'রকস্টার'ই প্রথম!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.