কার্যত কোয়ার্টারে ক্যারিবিয়ানরা
সংযুক্ত আরবআমিরশাহি-১৭৫ (৪৭.৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ- ১৭৬/৪ (৩০.৩ ওবার)
ওয়েস্ট ইন্ডিজ জয়ী ৬ উইকেটে (১১৭ বল বাকি থাকতে)
ওয়েব ডেস্ক: নিজেদের কাজটা ঠিকমত সেরে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। নেপিয়ারে সংযুক্ত আরব আমিরশাহিকে সহজেই হারিয়ে নেট রানরেট বাড়িয়ে কার্যত কোয়ার্টার ফাইনালে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। আজ অ্যাডিলেডে পাকিস্তান-আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ টাই বা ড্র না হলে নক আউট রাউন্ডে উঠে যাবে ক্যারবিয়ানরা। গ্রুপের সব ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট দাঁড়াল ৬। পাকিস্তান, আয়ারল্যান্ডও ৬ পয়েন্টে দাঁড়িয়ে। এই অবস্থায় নেট রান রেট এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে অ্যাডিলেডে টাই না হলে ক্যারিবিয়ানরা গ্রুপ থেকে চতুর্থ হয়ে নক আউঠ রাউন্ডে য়াবে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
সংযুক্ত আরবআমিরশাহির ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে শুধু জিতলেই হত না, দারুণ বড় একটা জয়ট দরকার ছিল জেনস হোল্ডারের দলের। তার মধ্যে আবার এই ম্যাচে পাওয়া যায়নি ক্রিস গেইলকে। প্রথমে ব্যাট করে সংযুক্ত আরবআমিরশাহি করে ১৭৫ রান। পাকিস্তানের নেট রান রেট টপকে যেতে ওয়েস্টইন্ডিজকে এই রান তুলতে হত ৩৬ ওভারের মধ্যে। সেখানে ৪ উইকেট হারিয়ে ৩০.৪ ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যারিবিয়ানরা। গেইলের পরিবর্তে দলে আসা জনসন চার্লস (৫৫), জনাথন কার্টার (৫০ অপরাজিত) দলকে স্বস্তির জয় এনে দেন। চার উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা অধিনায়ক জেসন হোল্ডার।