করোনা আতঙ্কের মাঝেই অনুশীলনে ফিরল ক্যারিবিয়ান টেস্ট দল

করোনা পরবর্তী সময়ে আইসিসি-র নতুন গাইডলাইন মেনে এই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই শুরু হতে পারে ক্রিকেট।

Updated By: May 26, 2020, 08:39 PM IST
করোনা আতঙ্কের মাঝেই অনুশীলনে ফিরল ক্যারিবিয়ান টেস্ট দল

নিজস্ব প্রতিবেদন: করোনার রেশ কাটিয়ে ধীরে ধীরে ক্রিকেটে ফিরতে পারে জুলাই মাসে। কারণ জুলাই মাসেই ইংল্যান্ড সফর রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। স্থানীয় সরকারের অনুমতি নিয়ে বার্বাডোজের কেনসিংটন ওভালে অনুশীলন শুরু করল ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের সদস্যরা।

ওয়েস্ট ইন্ডিজ মেডিক্যাল কমিটির নির্দেশনা মেনে সোমবার ছোট ছোট গ্রুপে ঘাম ঝরান জেসন হোল্ডার, ক্রেইগ ব্রেথওয়েট, শাই হোপ, কেমার রোচরা। করোনা পরবর্তী সময়ে আইসিসি-র নতুন গাইডলাইন মেনে এই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই শুরু হতে পারে ক্রিকেট। ইংল্যান্ডের পেসাররা ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকে বাকি দল অনুশীলন শুরু করবে।  

আরও পড়ুন - মানুষের মন থেকে করোনা ভীতি দূর করতে আইপিএল প্রয়োজন, বললেন শিখর ধাওয়ান

.