বিরাটের এক 'না'-তে ১১ কোটির ক্ষতি আরসিবি-র

এই গেরোয় আরসিবি-কে ১১ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে খবর।

Updated By: Mar 23, 2018, 02:07 PM IST
বিরাটের এক 'না'-তে ১১ কোটির ক্ষতি আরসিবি-র

নিজস্ব প্রতিবেদন : এক 'না'-তেই ১১ কোটি টাকার ক্ষতি। একটি ওয়েবসাইটের জন্য অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিজ্ঞাপনে নামতে অস্বীকার করেন বিরাট কোহলি। তার জেরেই এই বিপুল অর্থের ক্ষতি হল আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্জ বেঙ্গালোরের।

আরও পড়ুন- অপরাধ করিনি, তদন্তে আসল সত্য সামনে এল: শামি

তবে সূত্রের খবর, দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিজ্ঞাপনে নামতে কোনও আপত্তি নেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের। কিন্তু আইপিএলের নিয়ম অনুসারে, আরসিবি-র অধিনায়ক হিসেবে বিরাট কোহলি কোনও সেলিব্রিটির সঙ্গে বিজ্ঞাপনে অংশগ্রহণ করতে পারবেন না। ফলে, ওই ওয়েবসাইটটির বিজ্ঞাপনের জন্য তাঁকে অনুমতি দিতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্জ বেঙ্গালোরের টিম ম্যানেজমেন্ট।

এই গেরোয় আরসিবি-কে ১১ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে খবর।

.