পশ্চিমবঙ্গে থেকে কেন ইস্টবেঙ্গলকে সমর্থন করছেন? বিতর্কিত টুইট করে সাফাই দিলেন তথাগত রায়

ড্যামেজ কন্ট্রোলে নেমে নতুন টুইটে সাফাই দেন তিনি।

Updated By: Jul 30, 2019, 10:04 PM IST
পশ্চিমবঙ্গে থেকে কেন ইস্টবেঙ্গলকে সমর্থন করছেন? বিতর্কিত টুইট করে সাফাই দিলেন তথাগত রায়

নিজস্ব প্রতিবেদন :  ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ নিয়ে বিতর্কিত টুইট করে রোষের মুখে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে তাঁর টুইটে তথাগত রায় প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে সমর্থন করছেন কেন? এরপরেই ক্ষোভে ফেটে পড়েন লাল-হলুদ সমর্থকরা। অবস্থা বেগতিক দেখে সেই টুইট মুছে দেন। পরে ড্যামেজ কন্ট্রোলে নেমে নতুন টুইটে সাফাই দেন তিনি।

প্রথমে তথাগত রায় টুইট করে লিখেছিলেন, "ইস্টবেঙ্গল অ্যাথলেটিক ক্লাব শতবর্ষ উদযাপন করছে। পশ্চিমবঙ্গে (West Bengal) থেকে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবকে সমর্থন করছেন কেন?"

এই পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক। স্বাভাবিকভাবেই লাল-হলুদ সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে সেই টুইট তিনি ডিলিট করে দেন।

পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোলে নেমে নতুন করে টুইটে সাফাই দেন তথাগত রায়। তিনি জানান, "আসলে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা কেউ বুঝতে পারেননি। তাঁর বিবৃতির ভুল ব্যাখ্যা করা হয়েছে। আসলে আমি বলতে চেয়েছি, আমি ওয়েস্টবেঙ্গলে বসে ইস্টবেঙ্গলকে সমর্থন করে চলেছি ..."

আরও পড়ুন - চলতি মরশুম শেষেই ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন কোয়েসের!

 

 

.