রাহুলকে উইকেটকিপার হিসেবেই আরও কয়েকদিন দেখে নিতে চান বিরাট কোহলি!

ব্য়াট হাতে এবং গ্লাভস হাতে উইকেটের সামনে এবং পিছনে সমান স্বচ্ছন্দ কেএল রাহুল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 20, 2020, 06:14 PM IST
রাহুলকে উইকেটকিপার হিসেবেই আরও কয়েকদিন দেখে নিতে চান বিরাট কোহলি!

নিজস্ব প্রতিবেদন:  প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পথেই কি এগোতে চাইছেন এবার বিরাট কোহলি? টিম কম্বিনেশন ঠিক রাখতে একসময় রাহুল দ্রাবিড়কে উইকেটকিপার ব্য়াটসম্যান হিসেবে খেলিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এবার কেএল রাহুলকে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আরও কয়েকদিন দেখে নিতে চান ভারত অধিনায়ক বিরাট কোহলিও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে এমনই ইঙ্গিত ক্যাপ্টেন কোহলির।

কিছুটা পরিস্থিতির শিকারই বলা যেতে পারে। ঘটনাচক্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফর্মে থাকা রাহুল-রোহিত-শিখর তিনজনকেই প্রথম একাদশে খেলানো হয়। মুম্বইয়ে প্রথম একদিনের ম্যাচে প্যাট কামিন্সের বলে কনকাশন হওয়া ঋষভ পন্থের পরিবর্তে অস্ট্রেলিয়ার ইনিংসে উইকেটকিপিং করেন কেএল রাহুল। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচেও কিপিং করেন রাহুল। তৃতীয় ম্যাচে পন্থ ফিট থাকলেও উইনিং কম্বিনেশন ঠিক রাখতে দলে কোনও পরিবর্তন করা হয়নি। রাজকোটে দ্বিতীয় একদিনের ম্য়াচে পাঁচ নম্বরে ৮০ রান করেন রাহুল। এদিকে বেঙ্গালুরুতে তৃতীয় একদিনের ম্যাচে শিখর ধাওয়ান চোট পাওয়ায় ব্যাট করতে নামেননি। রোহিতের সঙ্গে তাই ওপেনিংয়ে নামেন রাহুল।

ব্য়াট হাতে এবং গ্লাভস হাতে উইকেটের সামনে এবং পিছনে সমান স্বচ্ছন্দ কেএল রাহুল। পাশাপাশি দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারেন রাহুল।  ভারত অধিনায়ক বিরাট কোহলি এপ্রসঙ্গে বলেন,"আমরা ভালো খেলছি। একই দল নিয়ে আমরা পর পর দুটো ম্যাচে জিতেছি। এটা দলের জন্যও বালো। " অর্থাত্ প্রথম একাদশে ফিরতে অপেক্ষা বাড়ল ঋষভ পন্থের।

পাশাপাশি বিরাট কোহলি আরও বলেন, "রাহুল কিপিং করায় আমরা একজন স্পেশালিস্ট একস্ট্রা ব্যাটসম্যান খেলাতে পারছি। এটা আমাদের ব্য়াটিং শক্তি বাড়াচ্ছে। দলের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই বিষয়টা একটা বড় ফ্যাক্টর কিন্তু। "

আরও পড়ুন - ঘণ্টায় ১৭৫ কিমি! বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন ১৭ বছরের এই বোলার

.