বিশ্বকাপের বিশ্বসেরারা, কেউ খেলা দেখবেন কেউ মাঠে খেলবেন

বিশ্বযুদ্ধ একেবারে শেষ পর্যায়ে । লীগ ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে বাকি শুধু বিশ্বযুদ্ধের শেষ পর্ব। ২৯ মার্চ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আরও এক ইতিহাস তৈরির অপেক্ষায় দুই প্রতিদ্বন্দ্বী নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়া।

Updated By: Mar 27, 2015, 06:08 PM IST
বিশ্বকাপের বিশ্বসেরারা, কেউ খেলা দেখবেন কেউ মাঠে খেলবেন

ওয়েব ডেস্ক: বিশ্বযুদ্ধ একেবারে শেষ পর্যায়ে । লীগ ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে বাকি শুধু বিশ্বযুদ্ধের শেষ পর্ব। ২৯ মার্চ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আরও এক ইতিহাস তৈরির অপেক্ষায় দুই প্রতিদ্বন্দ্বী নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের শেষ ম্যাচের আগে এক থেকে তিনে যারা রয়েছেন।

ব্যাটিং:
প্রথম: কুমার সাঙ্গাকারা। দল- শ্রীলঙ্কা। রান-৫৪১। একমাত্র খেলোয়াড় যিনি পরপর চারটি শতরানের নজির গড়েছেন।
দিত্বীয়:মার্টিন গুপ্টিল। দল-নিউজিল্যান্ড। রান-৫৩২। গুপ্পির ঝুলিতে রয়েছে একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান করার নজির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৩৭* রানের বিশ্বরেকর্ড।
তৃতীয়:এবি ডিভিলিয়ার্স। দল-দক্ষিণ আফ্রিকা। রান-৪৮২। দক্ষিণ আফ্রিকা দলের ট্র্যাজিক নায়ক। বিশ্ব ক্রিকেটে এবি কে ডাকা হয়, 'সুপারম্যান'।
 
বোলিং:
প্রথম:ট্রেন্ট বোল্ট। দল-নিউজিল্যান্ড। উইকেট-২১। কিউই দলের বোলিং কমান্ড।
দিত্বীয়:মিচেল স্টার্ক। দল-অস্ট্রেলিয়া।উইকেট- ২০। বাঁহাতি পেস বোলার। অজি আক্রমণের শ্রেষ্ঠ অস্ত্র।
তৃতীয়:উমেশ যাদব। দল-ভারত। উইকেট-১৮। ভারতের পেস আক্রমণের অন্যতম অস্ত্র।

২০১৫ বিশ্বকাপে ৫০ ওভারে সব থেকে বেশি রান করেছে টিম অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার রান- ৪১৭/৬।

.