এমবাপে-জিরুদের গোলে নেদারল্যান্ডসকে হারাল বিশ্বকাপজয়ী ফ্রান্স
প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দিদিয়ের দেশঁর দল।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে দুরন্ত ফর্ম অব্যাহত কিলিয়ান এমবাপের। রাশিয়া বিশ্বকাপে একটাও গোল না পাওয়া অলিভিয়ের জিরুদ জাতীয় দলের জার্সিতে গোল খরা কাটালেন। উয়েফা নেশনস লিগে জয়ে ফিরল বিশ্বচ্যাম্পিন ফ্রান্স। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারাল দিদিয়ে দেশঁর দল।
Victoire pour l'Equipe de France !!!! #FRAPBS #FiersdetreBleus pic.twitter.com/k91bpH0Y98
— Equipe de France (@equipedefrance) September 9, 2018
উয়েফা নেশনস লিগের অভিষেক আসরে গ্রুপ-১ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখল ফ্রান্স। প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দিদিয়ের দেশঁর দল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হারল নেদারল্যান্ডস। প্যারিসে রবিবার ম্যাচের ১৪ মিনিটেই কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা ফ্রান্স দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে। ৬৭ মিনিটে বাবেলের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। কিন্তু ৭৫ মিনিটে অলিভিয়ের জিরুদের গোলেই জয় নিশ্চিত করে ফেলে ফরাসিরা।
আরও পড়ুন - উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডকে হারাল স্পেন
বিশ্বকাপের পর মিউনিখে জার্মানদের কাছে আটকে গেলেও ঘরের মাঠেই জয়ে ফিরল বিশ্বকাপজয়ীরা। বিশ্বকাপ জয়ের পর প্যারিসে প্রথম ম্যাচেই জয়ের আনন্দে মেতে উঠলেন ফরাসিরা।