Harmanpreet Kaur Controversy: বিসিসিআই-এর কাছে হরমনের কড়া শাস্তির দাবি করলেন বিশ্বজয়ী প্রাক্তন তারকা! কিন্তু কেন?
ভারত বনাম বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ ১-১ অবস্থায় ছিল। নির্ণায়ক ম্যাচটি টাই হওয়ার ফলে সিরিজ অমীমাংসিত থাকে। কিন্তু হরমনপ্রীত অভিযোগ করেন, আম্পায়াররা বাংলাদেশের পক্ষপাতিত্ব করেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh) সিরিজের শেষ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। সেই আচরণের জেরে আইসিসি-র (ICC) নজরে রয়েছেন তিনি। তারপরেও বিতর্কিত আচরণ করেন ভারত অধিনায়ক। সিরিজ শেষে ছবি তোলার জন্য বাংলাদেশের খেলোয়াড়দের পাশাপাশি আম্পায়ারদেরও ডাকেন হরমনপ্রীত। তিনি বলেন, সিরিজ অমীমাংসিত রাখার নেপথ্যে আম্পায়ারদের ভূমিকাও অনস্বীকার্য। ভারত অধিনায়কের এহেন আচরণে ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল (Madan Lal)। টুইট করে তিনি বলেন, দেশের ক্রিকেটের বদনাম করেছেন হরমনপ্রীত। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বিসিসিআইয়ের।
ঠিক কী ঘটেছিল? ভারত বনাম বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ ১-১ অবস্থায় ছিল। নির্ণায়ক ম্যাচটি টাই হওয়ার ফলে সিরিজ অমীমাংসিত থাকে। কিন্তু হরমনপ্রীত অভিযোগ করেন, আম্পায়াররা বাংলাদেশের পক্ষপাতিত্ব করেছেন। বলে দেন, "পরের বার বাংলাদেশে আসার আগে আম্পায়ারিংয়ের মোকাবিলা করার জন্যে তৈরি থাকতে হবে। সেই মতো আমাদের প্রস্তুত হতে হবে।" এই মন্তব্যের জেরেই আইসিসির নজরদারির তালিকায় ঢুকে পড়েন হরমনপ্রীত।
Harmanpreet’s behaviour against the Bangladesh women’s team was pathetic. She is not bigger than the game. She got a very bad name for Indian cricket. BCCI should take very strict disciplinary action.
— Madan Lal (@MadanLal1983) July 23, 2023
এখানেই না থেমে বিতর্ককে আরও টেনে নিয়ে যান ভারত অধিনায়ক। সিরিজ জয়ের পরে ভারত ও বাংলাদেশ দুই দলের খেলোয়াড়দের নিয়ে ছবি তোলার কথা ছিল। কিন্তু সেই সময়েও ফের বিতর্ক বাঁধান হরমনপ্রীত। বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় হরমন বলেছেন, "শুধু তোমরা কেন ছবি তুলবে? তোমরা তো ম্যাচটা টাই করতে পারোনি। তোমাদের হয়ে আম্পায়াররা করেছেন। তাই আম্পায়ারদেরও ডেকে নাও। একসঙ্গেই ছবি তুলব।" এহেন মন্তব্যের পর অপমানিত হয়ে ছবি না তুলেই চলে যায় গোটা বাংলাদেশ দল।
বিদেশ সফরে গিয়ে ভারত অধিনায়কের এমন আচরণ দেখে ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। তিনি বলেন, "বাংলাদেশ মহিলা দলের বিরুদ্ধে হরমনপ্রীতের আচরণ একেবারে জঘন্য। ও কখনই খেলার উর্ধ্বে নয়। ভারতীয় ক্রিকেটের জন্য বদনাম কুড়িয়েছে ও। হরমনপ্রীতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বিসিসিআইয়ের।"