World Test Championship: লটারির মাধ্যমে দর্শক নির্বাচন করবে ICC
সাউদাম্পটনের (Southampton) মাঠে ওই ম্যাচের জন্য সীমিত সংখ্যক দর্শক থাকবে সেকথা আগেই ঘোষণা করা হয়েছিল।
নিজস্ব প্রতিবেদন- করোনা আবহেই ইংল্যান্ডে (England)বসতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship) । এদিকে ভারতের মতোই ইংল্যান্ডেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তার মধ্যেই সেখানে ১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনান। খেলবে বিরাট কোহলির (Virat Kohli) ভারত এবং কেন উইলিয়ামসনের (Ken Williamson) নিউজিল্যান্ড। সাউদাম্পটনের (Southampton) মাঠে ওই ম্যাচের জন্য সীমিত সংখ্যক দর্শক থাকবে সেকথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার জানানো হল যে টিকিট সংগ্রহ করতে হবে ব্যালটের (Ballot) মাধ্যমে।
আরও পড়ুন: 'তোমার জন্য়ই পৃথিবীটা সুন্দর', Rohit Sharmaকে জন্মদিনের শুভেচ্ছা স্ত্রীর
কেমন সেই পদ্ধতি?
সূত্রের খবর, পদ্ধতিটি অনেকটা লটারির (Lottery) মতো। অর্থাৎ যাঁরা খেলা দেখতে ইচ্ছুক তাঁদের আইসিসি-র ওয়েবসাইটের (ICC website) মাধ্যমে আবেদন করতে হবে। যাঁদের আবেদন গৃহীত হবে, কেবলমাত্র তাঁরাই টিকিট কিনতে পারবেন। তবে ইংল্যান্ড ছাড়া অন্য দেশ থেকে এসে সমর্থকরা খেলা দেখতে পারবেন না।
আইপিএল (IPL) শেষ হলেই ইংল্যান্ডে উড়ে যাবেন ভারতীয় ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে একই বিমানে উইলিয়ামসনদেরও ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা।