ফিজির কাছে ৩৮ গোল খাওয়া মাইক্রোনেশিয়া এবার হারল ৪৬ গোলে

দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম দল হওয়ার রেকর্ড গড়ে ফেলল মাইক্রোনেশিয়া। প্যাসিফিক গেমসে ফিজির কাছে ০-৩৮ গোলে হারের পর মাইক্রোনেশিয়া আরও বেশি গোলে হারের লজ্জার রেকর্ড গড়ল। পাপুয়া নিউ গুয়েনাতে হওয়া অনূর্ধ্ব ২৩ এই টুর্নামেন্ট ভানাতু ৪৬-০ গোলে হারাল মাইক্রোনেশিয়াকে। হাফ টাইমে খেলার স্কোর ছিল ২৪-০। এত দিন আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি গোলে জেতার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার৷ তারা আমেরিকান সামোয়াকে ৩১ -০ হারিয়েছিল৷ ২০০২ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে৷ তবে বয়সভিত্তিক টুর্নামেন্ট বলেই তা ফিফার রেকর্ডের খাতায় হয়তো জায়গা পাবে না৷    

Updated By: Jul 7, 2015, 08:53 PM IST
ফিজির কাছে ৩৮ গোল খাওয়া মাইক্রোনেশিয়া এবার হারল ৪৬ গোলে

ওয়েব ডেস্ক: দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম দল হওয়ার রেকর্ড গড়ে ফেলল মাইক্রোনেশিয়া। প্যাসিফিক গেমসে ফিজির কাছে ০-৩৮ গোলে হারের পর মাইক্রোনেশিয়া আরও বেশি গোলে হারের লজ্জার রেকর্ড গড়ল। পাপুয়া নিউ গুয়েনাতে হওয়া অনূর্ধ্ব ২৩ এই টুর্নামেন্ট ভানাতু ৪৬-০ গোলে হারাল মাইক্রোনেশিয়াকে। হাফ টাইমে খেলার স্কোর ছিল ২৪-০। এত দিন আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি গোলে জেতার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার৷ তারা আমেরিকান সামোয়াকে ৩১ -০ হারিয়েছিল৷ ২০০২ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে৷ তবে বয়সভিত্তিক টুর্নামেন্ট বলেই তা ফিফার রেকর্ডের খাতায় হয়তো জায়গা পাবে না৷    

প্রতিযোগিতার প্রথম ম্যাচে তাহিতির বিরুদ্ধে মাইক্রোনেশিয়া হজম করেছিল ৩০ গোলে। তারপর ফিজি তাদের বিরুদ্ধে জেতে ৩৮-০ গোলে। আর আজ মাইক্রোনেশিয়া হারাল ৪৬-০ গোলে। তিম ম্যাচে মোট ১১৪টি গোল হজম করল মাইক্রোনেশিয়া।

মাইক্রোনেশিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঠাট্টা শুরু হয়েছে।

Tags:
.