বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলার জন্য বোর্ডের অনুমতি চাইলেন যুবরাজ!
অবসর ঘোষণার দিনেই যুবরাজ খোলসা করেছিলেন বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলে জীবনকে উপভোগ করতে চান।
নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি চাইলেন যুবরাজ। অবসর ঘোষণার দিনই যুবি জানিয়েছিলেন তিনি আইপিএলে আর খেলতে চান না। তবে ক্রিকেট থেকে এখনই সরে দাঁড়াতে চান না ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারটি।
বিসিসিআই-এর কাছে যুবরাজ আবেদন করেন, "আমি টি-টোয়েন্টি খেলা চালিয়ে যেতে চাই। বিদেশের বেশ কয়েকটি টি-টোয়েন্টি লিগে আমাকে নেওয়ার জন্য আগ্রহও দেখিয়েছে। ফ্রিল্যান্স ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাওয়ার জন্য বোর্ডের কাছে থেকে অনুমতি নিতে চাই।"
আরও পড়ুন - Copa America 2019: VAR-এ বাতিল ৩ গোল! ভেনেজুয়েলার কাছে আটকে গেল ব্রাজিল
অবসর ঘোষণার দিনেই যুবরাজ খোলসা করেছিলেন বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলে জীবনকে উপভোগ করতে চান। সিরিয়াস ক্রিকেট থেকে বেরিয়ে এবার একটু ফান ক্রিকেটে মন দিতে যান যুবি।