Zee Real Heroes Awards 2024 | Navdeep Singh: ২ বছর বয়সে বামনত্ব! কুস্তি ছেড়ে জ্যাভলিন, 'সোনার' ছেলে নবদীপ শোনালেন জীবনের গল্প

Zee Real Hero Award Winner Navdeep Singh: প্যারালিম্পিক্সে সোনাজয়ী নবদীপ সিং জি নিউজের 'রিয়াল হিরোজ অ্যাওয়ার্ডস' ইভেন্টে এসে তাঁর জীবনের কঠিন গল্প শোনালেন। দু'বছর বয়সে বামনত্বের শিকার থেকে বেড়ে ওঠার সময়ে কটূক্তি...

Updated By: Jan 15, 2025, 06:25 PM IST
Zee Real Heroes Awards 2024 | Navdeep Singh: ২ বছর বয়সে বামনত্ব! কুস্তি ছেড়ে জ্যাভলিন, 'সোনার' ছেলে নবদীপ শোনালেন জীবনের গল্প

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর প্যারালিম্পিক্সে (Paralympic Games 2024) ভারতের ঝুলিতে এসেছিল মোট সাতটি স্বর্ণপদক। তবে একজনই প্রচারের সব আলো কেড়ে খবরের শিরোনামে এসেছিলেন। তিনি নবদীপ সিং (Navdeep Singh)। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের এফ ৪১ ইভেন্টে, নবদীপ ভারতকে এনে দিয়েছিলেন সাত নম্বর সোনা। টোকিও প্যারালিম্পিক্সে এবং গতবছর এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে পারেননি নবদীপ। তবে ২৪ বছরের খেলোয়াড় কঠোর পরিশ্রমেই প্যারালিম্পিক্স সোনাজয়ী।

জি নিউজের 'রিয়াল হিরোজ অ্যাওয়ার্ডস' ইভেন্টে নবদীপ হাজির ছিলেন। রাজ্যস্তরের কুস্তি চ্যাম্পিয়ন হওয়া থেকে প্যারালিম্পিক্সে সোনা। যেন রূপকথার বর্শামঙ্গলের গল্প। জ্যাভলিনকেই নিজের কেরিয়ার হিসেবে নেওয়ার বিষয়ে এই অনুষ্ঠানে খোলামেলা কথা বলেন নবদীপ। ২০০০ সালে হরিয়ানার পানিপথে জন্মানো নবদীপের যাত্রা মোটেই সহজ ছিল না। দু'বছর বয়সেই তাঁর বাবা-মা জানতে পারেন যে, তার বামনত্ব রয়েছে। বড় হওয়ার পথে কটূক্তি আর বিদ্রুপই ছিল তাঁর সঙ্গী!

আরও পড়ুন: Zee Real Heroes Awards 2024 | Kumar Sanu: 'জীবনকৃতি' সম্মানে সম্মানিত হলেন গায়ক কুমার শানু...

নবদীপ বলছেন, 'দেখুন আমি শুরুতে কিন্তু একজন কুস্তিগীর ছিলাম। তবে পিঠের চোটের কারণে আমাকে তা ছাড়তে হয়েছিল। এরপর একদিন ইউটিউবে আমি নীরজ চোপড়া ভাই সাহেবের একটি ভিডিও দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল পানিপথের ছেলে বিস্ময়কর কাজ করে বিশ্বরেকর্ড ভেঙেছে। ২০১৬ সালে তিনি জুনিয়র রেকর্ড করেছিলেন। তারপর আমি ভাবলাম যে, যদি পানিপথের কেউ জ্যাভলিন ছুড়ে বিশ্বরেকর্ড করতে পারে, তাহলে আমারও জ্যাভলিন  শুরু করা উচিত। এরপর আমি ২০১৭ সালে প্যারা জ্যাভলিনে অংশ নিই। তাঁকে দেখার পরই আমার কঠোর পরিশ্রম সার্থক হয়।'

নবদীপ আরও বলেন, 'জানেন আমি প্যারা এশিয়ান গেমস, টোকিও প্যারালিম্পিক্স এবং প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু'তিনবার চতুর্থ হয়েছিলাম। আমাকে লুজার হিসেবেই দাগানো হয়েছিল। আমি তিনবার চতুর্থ হয়েছি মানে আমার সেই ক্ষমতা নেই। খেলা বদলের কথাও বলা হয়েছিল। আমি জানতাম যে, ত্রুটি আমার মধ্যেই ছিল এবং আমাকে উন্নতি করতে হবে। পরে সবাই আমার প্রশংসা করবে। টার্গেট নির্ধারণের সময়ে আমি একটু ধৈর্যই ধরেছিলাম। এভাবে, আমি লুজারের তকমা সরিয়ে দিলাম।'

আরও পড়ুন: কলকাতা ম্যারাথনের সূচনা করলেন প্যারাথলিট নবদীপ সিং 

নবদীপ ১০ বছর বয়সে তাঁর অ্যাথলেটিক যাত্রা শুরু করেন এবং ২০১৭ সালে দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান যুব প্যারা গেমসে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন। যেখানে তিনি সোনাই জিতেছিলেন। জ্যাভলিনের দৈর্ঘ্য সম্পর্কে তাঁকে অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়েছিল। নবদীপ যা শুনে বলেন, 'স্যার, আপনি ভাবছেন যে, শরীরের ওজন জড়িত রয়েছে  জ্যাভলিনের সঙ্গে। কিন্তু আমি আগেও এই সমস্যার মুখোমুখি হয়েছি। আমার উচ্চতা কম বলে জ্যাভলিন মাটি  ছুঁয়ে ফেলত। বাস্তবে জ্যাভলিনটি আমার চেয়ে অনেকটাই বড়। তারপর আমি কৌশল পরিবর্তন করি। যদিও কোচ এই নিয়ে আমাকে তিরস্কার করেছিলেন। আমি কঠোর পরিশ্রম করেই উন্নতি করি। বারবার প্রশিক্ষণের পরেই এখন আমার জ্যাভলিন সামনের দিকে নয়, পিছনের দিক স্পর্শ করে।' ৪ ফুট ৪ ইঞ্চির নবদীপ প্যারালিম্পিক্সে ৪৭.৩২ মিটার দূরে বর্শা নিক্ষেপ করেই সোনা এনে দিয়েছেন। দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে নিজের টুপিও দিয়ে এসেছিলেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

 

.