"চ্যাম্পিয়ন্স লিগ জিতে এতো আনন্দ পাইনি"- লা লিগা জিতে বললেন জিদান
লা লিগা জয়কে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আগে রাখছেন জিদান
নিজস্ব প্রতিবেদন: রিয়াল মাদ্রিদ এর ফরাসি তারকা জিনেদিন জিদান সত্যিই এক কিংবদন্তি। শুধু ফুটবলার হিসেবে নয়, কোচ হিসেবেও নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। বৃহস্পতিবার কোচ হিসেবে দ্বিতীয় বার লা লিগা খেতাব জিতলেন জিদান। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য নজির আগেই গড়েছেন জিজু। তবে লা লিগা জয়কে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আগে রাখছেন জিদান
Zinedine Zidane: 11 titles as @realmadrid coach.#34Ligas | #RealFootball pic.twitter.com/bWGXjq93iJ
— Real Madrid C.F. (@realmadriden) July 17, 2020
রিয়ালের হয়ে এখন পর্যন্ত মোট ১১ টি খেতাব জিতেছেন জিদান। ২০৯ ম্যাচে এগারোটা খেতাব। পরিসংখ্যান বলছে প্রতি ১৯ ম্যাচে একটি করে ট্রফি পেয়েছেন তিনি। তবে আগের সব ট্রাফিক চেয়ে এবারের লা লিগা জয়কেই সেরা মেনে নিচ্ছেন জিদান।
MERCI MISTER!#34Ligas | #RealFootball pic.twitter.com/FIADd06dlz
— Real Madrid C.F. (@realmadriden) July 16, 2020
২০১৯-২০ মরশুমে লা লিগা খেতাব জয়ের পর জিদান বলেছেন, "এটা অসাধারণ একটা অনুভূতি। কারণ ফুটব লাররা যা করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমার অনুভূতি প্রকাশ করার কোন ও ভাষা নেই । চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ! কিন্তু আমাকে বেশি আনন্দ দিয়েছে এই লিগ জয়, কারণ লা লিগা অসাধারণ।"
আরও পড়ুন - বেঞ্জেমার জোড়া গোলে রেকর্ড ৩৪ বার লা লিগা জয় রিয়াল মাদ্রিদের