বেআইনি ভাবে এদেশে থেকে ঢুকে ধৃত ১১ বাংলাদেশি
মঙ্গলবার তাদের বসিরহাট আদালতে তোলা হয়।
নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে বসিরহাট পানিতর সীমান্ত থেকে এগারো জন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিস।
বেআইনি ভাবে বাংলাদেশ (Bangladesh) থেকে এদেশে (India) ঢোকার সময়ে সোমবার রাত দু'টো নাগাদ এগারো জন বাংলাদেশিকে গ্রেফতার করল রাজ্য পুলিস।
আরও পড়ুন: চেলা কাঠ দিয়ে চাষের ক্ষেতে তাড়া, 'মারতে চেয়েছিল BJP', অভিযোগ Sujata-র
সোমবার গভীর রাতে বসিরহাট (basirhat) থানায় খবর আসে বসিরহাট পানিতর সীমান্ত দিয়ে বাংলাদেশিরা এদেশে ঢুকছে। সঙ্গে সঙ্গে বসিরহাট থানার পুলিস পানিতরে যায়। সেখানে দাসপাড়া থেকে রাত দু'টো নাগাদ ১১ জন বাংলাদেশিকে বেআইনি ভাবে এদেশে ঢোকার অভিযোগে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গে এখন বিধানসভা ভোট চলছে। ফলে এখন চারিদিকেই কড়া নজরদারি রাখা হয়েছে। দেখা হচ্ছে, কোনও ভাবেই যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়। সেই পরিস্থিতিতে এভাবে বাংলাদেশি ধরা পড়াটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
মঙ্গলবার তাদের বসিরহাট আদালতে তোলা হয়।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বসিরহাট জেলা হাসপাতালে করোনা ওয়ার্ড খোলার কথা বললেন নুসরত জাহান