দাম্পত্য কলহ মেটাতে সালিশি সভা, দুই পরিবারের সংঘর্ষে আহত ১১

নিজস্ব প্রতিবেদন:   দাম্পত্য কলহ মেটাতে বসেছিল সালিশি সভা। আর সেই সভাতেই দু’পক্ষের মারামারিতে ধুন্ধুমারকাণ্ড।  এক অন্তঃসত্ত্বা সহ আহত দুপক্ষের ১১ জন। ঘটনাটি  ঘটেছে মালদার রতুয়ার বাটনা থানা এলাকায়। আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

আরও পড়ুন: নদীর ধারে বালির মধ্য়ে অর্ধনগ্ন শরীর...বিবাহিত মহিলার সঙ্গে যুবকের বেপরোয়া প্রেমের পরিণতি দেখল গ্রাম!

চোর কি ভিটা গ্রামের বাসিন্দা ইনসান আলির সঙ্গে  বিয়ে হয় সাহেবা বিবি র। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। দুই পরিবারের মধ্যস্থতায় মাঝে মাঝে তা মিটমাট হলেও কোন সুরাহা হয়নি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সাহেবা।  শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে আবার ঝগড়া হয়।   

 

আরও পড়ুন:  মধ্যরাতে অনুব্রতর গড়ে ভয়ঙ্করকাণ্ড, সকাল থেকেই খোঁজ নেই গ্রামের পুরুষদের!

 

অভিযোগ, খবর পেয়েই সাহেবার পরিবারের সদস্যরা ইনসান আলির বাড়িতে চড়াও হন।  দুই পরিবারের ঝামেলা শুরু হলেও সেই সময় প্রতিবেশীদের মধ্যস্থতায় তা মিটে যায়। শনিবার রাতে গ্রামে বসে সালিশি সভা। সেই সভাতেই   ফের বাদানুবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। শুরু হয়  মারামারি।  ঘটনায় দুপক্ষেরই ১১ জন আহত হন। তাঁর মধ্যে সাহেবাও রয়েছে। আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।  দুই পরিবারই রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তে নেমেছে পুলিস।

English Title: 
11 person injured clash at kangaroo court in Malda
News Source: 
Home Title: 

দাম্পত্য কলহ মেটাতে সালিশি সভা, দুই পরিবারের সংঘর্ষে আহত ১১

দাম্পত্য কলহ মেটাতে সালিশি সভা, দুই পরিবারের সংঘর্ষে আহত ১১
Yes
Is Blog?: 
No
Section: