'বিজেপির কিছু করোনা ভাইরাস ছিল', বীরভূমে কর্মীদের স্যানিটাইজ করে দলে ফেরাল তৃণমূল

পুরনো দলে ফিরলেন ১৫০ জন।

Updated By: Jun 24, 2021, 03:58 PM IST
'বিজেপির কিছু করোনা ভাইরাস ছিল', বীরভূমে কর্মীদের স্যানিটাইজ করে দলে ফেরাল তৃণমূল

নিজস্ব প্রতিবেদন: বীরভূমের ফের গেরুয়াশিবিরে ভাঙন। ইলামবাজার ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১৫০ জন কর্মী। রীতিমতো স্যানিটাইজ করে তাঁদের হাতে তুলে দেওয়া হল দলীয় পতাকা। ব্লক সভাপতি দুলালের রায়ের কথায়, 'বিজেপির কিছু করোনা ভাইরাস ছিল। তাঁদের স্যানিটাইজ তৃণমূলে যোগদান করালাম'। 

যে বিধানসভা কেন্দ্রের ভোটার খোদ অনুব্রত মণ্ডল, সেই বোলপুর বিধানসভার কেন্দ্রেরই অন্তর্গত এই ইলামবাজার ব্লক। স্থানীয় দেবীপুর গ্রামের  ১১৬ ও ১২০ নম্বর বুথে  ৪০০ ভোট জিতেছে বিজেপি। যদিও বোলপুর থেকে ফের বিধায়ক নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা। আর তাতেই বিভিন্ন এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে।

আরও পড়ুন: দার্জিলিং রাজভবনে জন বার্লা, রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্‍ আলিপুরদুয়ারের সাংসদের

সম্প্রতি ইলামবাজারে দলবদল করেছিলেন কয়েকশো বিজেপি কর্মী। এদিন তৃণমূল যোগ দিলেন দেবীপুরে গ্রামের আরও ১৫০ জন। তৃণমূলের ব্লক সভাপতি দুলাল রায়-সহ অন্যন্য নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। তাঁদের সামনে রীতিমতো স্যানিটাইজ করে দলত্যাগী বিজেপি কর্মীদের হাতে তুলে দেওয়া হল শাসকদলের পতাকা। শুধু তাই নয়,  তৃণমূলে যোগদানকারীদের হাতে আবার ছিল পোস্টার। তাতে লেখা, 'বিজেপি করে ভুল করেছি', 'তৃণমূলে যোগদান করতে চাই'! এই নিয়ে যথরীতি শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

কী বলছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব? দলের ব্লক সভাপতি দুলাল বক্তব্য, 'বিজেপির কিছু করোনা ভাইরাস ছিল। তাঁদের স্যানিটাইজ তৃণমূলে যোগদান করালাম। ভুল বুঝে ওরা বিজেপিতে চলে গিয়েছিল। যদিও দেবীপুরে আমরা হেরে গিয়েছে, তবে আগামীদিনে ভালো ফল করব'।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.