Malda Accident: নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকল লরি! আহত ২
ভেঙে চুরমার ১৫ বাইকও।
নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকামে ঢুকে পড়ল লরি! আহত হলেন ২ জন। ভাঙল ১৫ টি বাইকও। মুর্শিদাবাদের ডোমকলের পর এবার দুর্ঘটনা ঘটল মালদহের হরিশ্চন্দ্রপুরে।
জানা গিয়েছে, এদিন চাঁচল থেকে ৮১ নম্বর জাতীয় সড়ক ধরে মালদা শহরের দিকে যাচ্ছিল লরিটি। হরিশ্চন্দ্রপুরে ভবানীপুর সেতু লাগোয়া এলাকায় জাতীয় সড়কের ধারেই চায়ের দোকান চালান মতলাইন আলি। স্থানীয় মহেন্দ্রপুর পঞ্চায়েতের বাংরুয়া গ্রামের বাসিন্দা তিনি। দোকানের পাশে বাইকের শো-রুম।
আরও পড়ুন: ফের TMCP-র গোষ্ঠী সংঘর্ষ, ধুন্ধুমারকাণ্ড কানাইলাল ভট্টাচার্য কলেজে
এদিকে লরিটি যখন ওই এলাকায় পৌছয়, তখন নিয়ন্ত্রণ হারান চালক। লরিটি ঢুকে যায় চায়ের দোকানে। স্রেফ মতলাইন আলিই নন, দুর্ঘটনার গুরুতর আহত হন তাজেল আলি নামে আরও এক ব্যক্তি। ভেঙে চুরমার হয়ে যায় শো-রুমে ১৫টি বাইকও। আহতদের মালদহ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। লরির চালক ও খালাসি পলাতক।
আরও পড়ুন: Madhyamgram: রড দিয়ে মেরে বাড়িছাড়া করে ছেলে-বউমা, হাইকোর্টের রায়ে আশ্রয় ফিরে পেলেন বৃদ্ধা
এদিকে দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলেও। রাজ্য সড়কে বাইকের সঙ্গে সংঘর্ষের পর উল্টে যায় একটি যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। আহত ১৫ জন।