Champahati Blast: বাড়িতেই মজুত? ভয়াবহ বিস্ফোরণে পুড়ে ছাই ঘর, অগ্নিদগ্ধ ৩, আতঙ্ক...

Champahati Blast: স্থানীয় সূত্রে খবর, চম্পাহাটির হাড়াল গ্রামের সরদার পাড়ার বাসিন্দা পিন্টু মণ্ডল। পেশায় তিনি বাজি ব্য়বসায়ী। আজ, শনিবার দুপুরে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। 

Updated By: Dec 28, 2024, 07:35 PM IST
 Champahati Blast: বাড়িতেই মজুত? ভয়াবহ বিস্ফোরণে পুড়ে ছাই ঘর, অগ্নিদগ্ধ ৩, আতঙ্ক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভয়াবহ বিস্ফোরণ! বিস্ফোরণের তীব্রতায় চুরমার হয়ে গেল বাড়ি। , অগ্নিদগ্ধ বাড়ি মালিক-সহ  ৩ জন। আশঙ্কাজনক অবস্থায়  হাসপাতালে ভর্তি তাঁরা। আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটিতে। 

আরও পড়ুন: Burdwan: পড়াশোনায় মন নেই? মায়ের বকুনিতে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী!

স্থানীয় সূত্রে খবর, চম্পাহাটির হাড়াল গ্রামের সরদার পাড়ার বাসিন্দা পিন্টু মণ্ডল। পেশায় তিনি বাজি ব্য়বসায়ী। আজ, শনিবার দুপুরে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন বাড়িতেই ছিলেন পিন্টু। সঙ্গে পরিবারের আরও ২ সদস্য। অগ্নিদগ্ধ হন ৩ জনই। তাঁদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাব গ্রামের লোকেরাই। পরে ওই ৩ জনকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

কীভাবে বিস্ফোরণ? স্থানীয় বাসিন্দাদের দাবি, এবছর যে পরিমাণ বাজি তৈরি করেছিলেন, তার সবটা বিক্রি করতে পারেননি পিন্টু। কিছুটা বাজি মজুত করে রেখেছিলেন বাড়িতে। গ্য়াস সিলিন্ডার থেকে সেই বাজিতে আগুন লেগে যায়। তারজেরেই এই বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিস।

আরও পড়ুন: Panchanan Karmakar Serampore: পঞ্চানন কর্মকারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ছাপাখানা আজও আছে! কিন্তু এর ভবিষ্যৎ?

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'খুবই দুঃখজনক ব্যাপার। ৩ জন অগ্নিদগ্ধ হয়েছে। একজনের অবস্থা খুবই গুরুতর। গবীর এলাকা, গবীর মানুষ। কিন্তু কে তাঁদের দেখভাল করবে! এগার, উলুবেড়িয়া, বজবজ, ঘটনার পর ঘটনা  ঘটে চলেছে'। তাঁর আক্ষেপ, এখানে তো ক্লাস্টার ইন্ড্রাস্টির পরিকল্পনা করা হয়েছিল। আধুনিক পদ্ধতিতে যাতে চালানো যায়। গ্রিন বাজির বন্দোবস্ত পর্যন্ত করা হয়েছিল। সব তো উলটে পালটে গেল গত ১০-১২ বছরে। মানুষের দুর্গতি ভয়াবহ, সরকারের কোনও নজর নেই। ঘটনা ঘটার পর প্রাথমিক ২-১ দিন নড়াচড়া করে। এই মানুষগুলিতে রক্ষা করতে হবে এবং দুর্ঘটনা থেকে বাঁচাতে হবে। কোনও পরিকল্পনা সরকারের না থাকলে যা হওয়ার, তাই হয়েছে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.