বৃদ্ধ সন্ন্যাসীকে ঠকিয়ে গায়েব ৩৬ লাখ ২৯ হাজার টাকা, অভিযোগে গ্রেফতার পরিচিত
সম্পত্তি বিক্রি থেকে পাওয়া ৩৬ লাখ ২৯ হাজার টাকা তিনি ব্যাঙ্কে জমা করার জন্য দেন মাজদিয়া গ্রাম উন্নয়ন সমিতির কর্ণধার সুব্রত মণ্ডলকে।
নিজস্ব প্রতিবেদন: ভুল বুঝিয়ে বৃদ্ধ সন্ন্যাসীর মন্দির তৈরির টাকা লুঠ। অভিযোগে ধৃত মাজদিয়া গ্রাম উন্নয়ন সমিতির কর্ণধার সুব্রত মণ্ডল। নবদ্বীপের স্বরূপগঞ্জের বাসিন্দা বৃদ্ধ সন্ন্যাসী শ্রীনিবাস দাস গোস্বামী তাঁর পৈতৃক সম্পত্তি বিক্রি করে একটি মন্দির তৈরির পরিকল্পনা করেন।
সম্পত্তি বিক্রি থেকে পাওয়া ৩৬ লাখ ২৯ হাজার টাকা তিনি ব্যাঙ্কে জমা করার জন্য দেন মাজদিয়া গ্রাম উন্নয়ন সমিতির কর্ণধার সুব্রত মণ্ডলকে। তাঁর অভিযোগ, মাজদিয়া চর ব্রহ্মনগর গ্রামের মাজদিয়া গ্রাম উন্নয়ন সমিতি সংস্থার কর্ণধার সুব্রত মণ্ডল তাঁকে কথা দেন প্রতিমাসে এমআইএস বাবদ ৬১ হাজার টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন: ইচ্ছে মতো লক্ষ টাকার বিল, কমিশনের দাওয়াইয়ে ফাঁপড়ে বেসরকারি হাসপাতাল
সেইমত কাগজপত্রও দেওয়া হয় সন্ন্যাসীকে। কিন্তু সে টাকা পাননি। বছর তিনেক ধরে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করে বিফল সন্ন্যাসী নবদ্বীপ থানায় অভিযোগ জানান। অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুব্রত মণ্ডলকে।