বিহারের কাটিহার থেকে উদ্ধার উত্তর দিনাজপুরের চার নাবালক
ফের উত্তর দিনাজপুরের চার নাবালক উদ্ধার বিহারের কাটিহার থেকে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য রায়গঞ্জে। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, লাগাতার নাবালক পাচারের ঘটনা ঘটেই চলেছে জেলাজুড়ে। কয়েকদিন আগেই রায়গঞ্জের ছত্রপুর, কাশিবাটি ও রায়পুর এলাকা থেকে চার নাবালক নিখোঁজ হয়ে যায় বলে খবর।
ওয়েব ডেস্ক : ফের উত্তর দিনাজপুরের চার নাবালক উদ্ধার বিহারের কাটিহার থেকে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য রায়গঞ্জে। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, লাগাতার নাবালক পাচারের ঘটনা ঘটেই চলেছে জেলাজুড়ে। কয়েকদিন আগেই রায়গঞ্জের ছত্রপুর, কাশিবাটি ও রায়পুর এলাকা থেকে চার নাবালক নিখোঁজ হয়ে যায় বলে খবর।
শেষপর্যন্ত বহু খোঁজখবরের পর শিল্পীনগর উন্নয়ন সমিতি নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা, পুলিসের সাহায্য নিয়ে ওই চারজনকে উদ্ধার করেছে। তাঁদের খোঁজ মেলে বিহারের কাটিহারের এক গোপন আস্তানায়। ধরা পড়ে সন্দেহভাজন এক পাচারকারীও। ধৃতকে পেয়ে রেল স্টেশনেই তাঁকে মারধর করে পাচার হওয়া নাবালকদের পরিবারের লোকজন। আইনি প্রক্রিয়া মেটার পর ওই নাবালকদের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন, গোয়ালতোড়ে ডিউটিরত দুই সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু, দেহে একাধিক আঘাতের চিহ্ন