Bangladeshi Arrest: ভিসার মেয়াদ ফুরলেও শ্রমিক হিসেবে কাজ! সোনারপুর থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি...

Sonarpur: অবৈধভাবে প্রবেশ, পরিচয় গোপন করে সোনারপুরে বাড়ি ভাড়া নেওয়া, বস্ত্র কারখানার শ্রমিক হিসেবে কাজ জোগাড়। এমনই গুরুতর সব অভিযোগে ৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিস। 

Updated By: Jan 13, 2025, 11:26 AM IST
Bangladeshi Arrest: ভিসার মেয়াদ ফুরলেও শ্রমিক হিসেবে কাজ! সোনারপুর থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি...

তথাগত চক্রবর্তী: অবৈধভাবে ভারতে থাকার অপরাধে সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি। ধৃতদের সোমবার পেশ করা হবে বারুইপুর আদালতে। ধৄতেরা হল তুষার আহমেদ, ইসমাইল হোসেন, সামিদুল ইসলাম, মহম্মদ শামিম ও মহম্মদ জলিল ৷ এই পাঁচজনের মধ্যে ৪ জন বৈধভাবে ভারতে এলেও জলিল অবৈধভাবে এসেছে বলে জানা গিয়েছে ৷ উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত দিয়ে তারা এদেশে প্রবেশ করেছে বলে খবর ৷

আরও পড়ুন, India Bangladesh Border: সীমান্তে বড়বড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল BSF-র! ২৪ জন বাংলাদেশিকে...

ধৄতদের মধ্যে জলিল ভারতে এসে জাল আঁধার কার্ড তৈরি করেছে বলেও জানা গিয়েছে পুলিস সূত্রে ৷ বাংলাদেশের ঢাকা, কুস্তিয়া, বড়িশাল ও লক্ষ্মীপুর এলাকায় বাড়ি বলে পুলিস সূত্রে খবর৷ ধৄতদের মধ্যে একজনের বিরুদ্ধে বাংলাদেশের থানায় মামলা রয়েছে বলেও পুলিস সূত্রে জানা গিয়েছে ৷ ধৄতদের মধ্যে একজন চিনেও গিয়েছিল বলে জানা গিয়েছে ৷ প্রত্যেকের কাছ থেকেই পাওয়া গিয়েছে বাংলাদেশি সিমকার্ড ৷ পুলিস সূত্রে খবর, ২৩ সালে জুলাই মাস নাগাদ তারা ভারতে আসে ৷ তারপর থেকে সোনারপুরের বিভিন্ন এলাকায় তারা ছিল ৷ সবাই একটি গেঞ্জি কারখানায় কাজ করত ৷

সেই সূত্র ধরেই তারা একসঙ্গে থাকা শুরু করে বলে প্রাথমিক জ্ঞিসাবাদ করে জানতে পেরেছে পুলিস৷ রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিস বৈকুন্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তাদের গতিবিধি সন্দেহজনক ছিল। এখানে এসে তারা কোনও দুষ্কৄতিমুলক কাজকর্মে জড়িত হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস৷ প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিস সুপার পলাশ চন্দ্র ঢালি ৷ 

ধৄতদের মধ্যে ৪ জন টুরিস্ট ভিসা নিয়ে এদেশে এসেছিল বলে জানা গিয়েছে৷ ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা এখানেই রয়ে যায়৷ এখানে থেকে কাজকর্মও শুরু করে তারা৷ একবছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল ৫ জন বাংলাদেশি। প্রত্যেকেই পুরুষ। তারা একটি গারমেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত।

সোনারপুরের বৈকুন্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে তারা থাকা শুরু করেছিল। এলাকার বাসিন্দাদের সঙ্গে সেইভাবে মেলামেশা করত না। ফলে তাদের সম্পর্কে প্রতিবেশীরা কেউই খুব একটা কিছু জানে না। তবে যে বাড়িতে থাকত সেই বাড়ির মালিক পলাতক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিস। ধৄতরা এদেশে এসে কোনওরকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিস ৷

আরও পড়ুন, Weather Today: ফের পশ্চিমী ঝঞ্ঝার বাধা! পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.