খয়রাশোলে তৃনমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ধৃত ৭ সিপিএম কর্মী
সোমবার বীরভূমের খয়রাশোলে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী শেখ আফজাল।
নিজস্ব প্রতিবেদন : বীরভূমের খয়রাশোলে তৃনমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার করা হল ৭ জনকে। ধৃতরা প্রত্যেকেই সিপিএম কর্মী। ধৃতদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন, নিজে হাতে ১৮০ ভরি সোনার গয়নায় বিগ্রহ সাজালেন অনুব্রত, দেখুন সেই ভিডিও
সোমবার বীরভূমের খয়রাশোলে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী শেখ আফজাল। গুলি চলার ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সিপিএমের দিকে। প্রসঙ্গত, সোমবার সকালে বীরভূমের খয়রাশোলে গ্রামের রাস্তায় লাল ঝান্ডা নিয়ে মিছিল করছিলেন সিপিএম কর্মী সমর্থকরা। মিছিলের পর গ্রামেরই মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
আরও পড়ুন, ঘনিষ্ঠ মুহূর্ত দেখতে রাতে নবদম্পতির ঘরে উঁকি, যুবকের পরিণতি হল ভয়ঙ্কর
অভিযোগ, সভা শেষ হতেই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আর এরপরই তৃণমূল কর্মী শেখ আফজালের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। শেখ আফজালকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বছর ৩৪-এর শেখ আফজালের পেটে গুলি লাগে।
আরও পড়ুন, গভীর রাতে হাইওয়েতে দাঁড়িয়ে লরি,তল্লাশি চালাতেই লরিচালককে পাওয়া গেল ভয়ঙ্কর অবস্থায়
সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। গুলি চলার ঘটনায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অভিযোগ করেন, সিপিএমের লোকেরাই হামলা চালিয়েছে। এরপরই এদিন ৭ সিপিএম কর্মীকে গ্রেফতার করে খয়রাশোল থানার পুলিস।