Coastal Security of West Bengal: উপকূল অঞ্চল আরও সুরক্ষিত করার লক্ষ্যে বসল বৈঠক

উপকূল সুরক্ষায় যে কটি পক্ষ জড়িত তাদের সঙ্গে সমন্বয় গড়ে তোলাও লক্ষ্য বৈঠকের।

Updated By: Jul 13, 2021, 09:27 PM IST
Coastal Security of West Bengal: উপকূল অঞ্চল আরও সুরক্ষিত করার লক্ষ্যে বসল বৈঠক

নিজস্ব প্রতিবেদন: বাংলার উপকূলরক্ষা যেন আরও নিখুঁত ও কঠোর করা যায়

উপকূল রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ অষ্টম অ্যাপেক্স কমিটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হল (8th Apex Committee Review  Meeting/ACRM)। আজ, মঙ্গলবার Eastern Naval Command ভিডিয়ো কনফারেন্সে এই বৈঠকে অংশ নেয়। 

আরও পড়ুন: আসানসোল পুরভোটের প্রচারে গঠিত বিজেপির ২১ জনের কমিটি, মাথায় বাবুল

মিটিংয়ে Eastern Naval Command-এর সঙ্গে ছিল ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী, BSF, NSG,  Marine Police, BSNL, ISRO। পশ্চিমবঙ্গ  সরকারের তরফে ছিলেন রাজ্যের মুখ্য  সচিব Shri Hari Krishna Dwivedi। 

এ ক্ষেত্রে শেষ রিভিউ হয়েছিল ২০১৯ সালে। এই ধরনের বৈঠকের লক্ষ্যই হল কোস্টাল সিকিউরিটি আরও শক্তপোক্ত করা। এবং এই বিষয়ে যে কটি পক্ষ জড়িত তাদের সঙ্গে কার্যক্ষেত্রে সমন্বয় গড়ে তোলা। মিটিংয়ের শেষে জানানো হয়েছে, মিটিং সফল হয়েছে।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: স্ত্রীকে খুন করে দেহ মাটিতে পুঁতে থানায় ডাইরি স্বামীর, দুর্গন্ধ বের হতেই পর্দাফাঁস

.