হাতেনাতে পাকড়াও ভুয়ো টিটি
টিকিট পরীক্ষক সেজে টিকিট পরীক্ষা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল রেলেরই এক কর্মী।
Updated By: Jan 2, 2018, 06:38 PM IST
![হাতেনাতে পাকড়াও ভুয়ো টিটি হাতেনাতে পাকড়াও ভুয়ো টিটি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/02/104150-hooghly.jpg)
নিজস্ব প্রতিবেদন: টিকিট পরীক্ষক সেজে টিকিট পরীক্ষা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল রেলেরই এক কর্মী। রিষড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে উঠে যাত্রীদের কাছ থেকে টিকিট চাইতে শুরু করে মসি হাঁসদা নামে ওই কর্মী। পাণ্ডুয়ার PWDI অফিসের অফিস সুপার মসি হাঁসদা। এক GRP কর্মীর সন্দেহ হওয়ায় তাঁকে ধরে নিয়ে যান শ্রীরামপুর GRPতে। বোঝা যায় তিনি আসলে ভুয়ো টিকিট পরীক্ষক। মদের নেশায় ভুল করে ফেলেছেন । সাফাই মসি হাঁসদার। বেশ কয়েক ঘণ্টা তাঁকে শ্রীরামপুর GRP তে আটকে রাখার পর পর ছেড়ে দেওয়া হয়।