মত্ত অবস্থায় মাকে মারছিল বাবা, বাঁচাতে গিয়ে বঁটির কোপ খেল মেয়ে
কাঠাপোল গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর বিপ্র প্রামাণিক প্রায়দিনই মদ্যপান করে বাড়িতে ফিরতেন। বাড়িতে ঢুকে নানা কারণে স্ত্রীর ওপর অত্যাচার করতেন তিনি। স্ত্রীকে মারধর করতেন বলেও অভিযোগ। রবিবার সন্ধ্যাতেও একই ঘটনা ঘটে।
নিজস্ব প্রতিবেদন: মত্ত অবস্থায় বাবা মায়ের ওপর অত্যাচার করত। রুখে দাঁড়িয়েছিল মেয়ে। তার জেরে নিজের মেয়ের মাথাতেই বটির কোপ মারলেন মত্ত বাবা। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দিঘীর পাড় অঞ্চলের কাঠাপোল গ্রামে।
কাঠাপোল গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর বিপ্র প্রামাণিক প্রায়দিনই মদ্যপান করে বাড়িতে ফিরতেন। বাড়িতে ঢুকে নানা কারণে স্ত্রীর ওপর অত্যাচার করতেন তিনি। স্ত্রীকে মারধর করতেন বলেও অভিযোগ। রবিবার সন্ধ্যাতেও একই ঘটনা ঘটে।
আরও পড়ুন: শাড়ির আঁচল দেখতে পেয়েছিলেন গ্রামবাসীরা, এগোতেই যে দৃশ্য চোখে পড়ল
প্রতিবেশীরা জানাচ্ছেন, রবিবার সন্ধ্যায় মত্ত অবস্থাতেই বাড়িতে ঢোকেন বিপ্র। আর মদ কেনার টাকা না থাকায় বাড়ির জিনিসপত্র দোকানে নিয়ে গিয়ে বেঁচে দিতে চাইছিলেন। বাধা দিয়েছিলেন তাঁর স্ত্রী সরস্বতী। অভিযোগ, উঠোনে পড়ে থাকা বাঁশ দিয়ে প্রথমে স্ত্রীকে মারধর করা শুরু করেন বিপ্র। বাবাকে এ অবস্থায় দেখে রুখে দাঁড়ায় তার ছোটো মেয়ে রিঙ্কু।
আরও পড়ুন: অনীক থেকে অ্যানি হয়ে সাত পাকে বাঁধা পড়লেন পুরনো বন্ধু সাগ্নিকের সঙ্গে! তারপর...
রিঙ্কু মাকে জড়িয়ে ধরে। অভিযোগ, তখনই সকলের চোখের আড়ালে বিপ্র রান্নাঘর থেকে বঁটি নিয়ে গিয়ে রিঙ্কুর মাথায় কোপ মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রিঙ্কু। ছোটো বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন রিঙ্কুর দিদিও। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় রিঙ্কু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সরস্বতী।