Budge Budge House Wife 'Murder': 'দোতলার ছাদে গিয়ে দেখি দিদি পুড়ে ছাই', বজবজে 'নারকীয় বর্বরতা'র শিকার গৃহবধূ
বাপের বাড়ি লোকজনের অভিযোগ, মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে।
![Budge Budge House Wife 'Murder': 'দোতলার ছাদে গিয়ে দেখি দিদি পুড়ে ছাই', বজবজে 'নারকীয় বর্বরতা'র শিকার গৃহবধূ Budge Budge House Wife 'Murder': 'দোতলার ছাদে গিয়ে দেখি দিদি পুড়ে ছাই', বজবজে 'নারকীয় বর্বরতা'র শিকার গৃহবধূ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/03/370675-budge-budge.jpg)
নিজস্ব প্রতিবেদন: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার অন্তর্গত বজবজ ২ ব্লকের বাহিরকুঞ্জ গ্রামে চাঞ্চল্য ছড়াল। শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন গৃহবধূর বাপের বাড়ির লোকজন। ঘটনায় এখনও আটক ৪ জন।
জানা গিয়েছে, ১০ বছর আগে ওই গ্রামের বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে মৃতার বিয়ে হয়। দেখেশুনেই তাঁদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও, ধীরে ধীরে সংসারে অশান্তি নেমে আসে। অভিযোগ, রবিবার চরম পরিণতি হয় গৃহবধূর। তাঁর বাপের বাড়ি লোকজনের অভিযোগ, মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে। সম্পর্কে তাঁর এক ভাই বলেন, "দোতলার ছাদে গিয়ে দেখি দিদি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওকে পুড়িয়ে মারা হয়েছে।"
মৃতার বাপের বাড়ির অভিযোগের তির শ্বশুর, শ্বাশুড়ি এবং জা'র বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে চার জনকে আটক করেছে নোদাখালি থানার পুলিস। অগ্নিদগ্ধ অবস্থায় মহিলাকে মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় নোদাখালি থানার পুলিস। সেখানে চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Leopard Captured: ছাগলের লোভে শোয়ার ঘরে হানা চিতাবাঘের, কোনওক্রমে বাঁচল মা-মেয়ে