Debra Molestation: ডেবরায় নাবালিকার 'শ্লীলতাহানি', অভিযুক্ত রাজমিস্ত্রি
গ্রেফতার অভিযুক্ত
![Debra Molestation: ডেবরায় নাবালিকার 'শ্লীলতাহানি', অভিযুক্ত রাজমিস্ত্রি Debra Molestation: ডেবরায় নাবালিকার 'শ্লীলতাহানি', অভিযুক্ত রাজমিস্ত্রি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/19/372917-molestation.jpg)
নিজস্ব প্রতিবেদন: এবার এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল রাজমিস্ত্রির বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। এই ঘটনায় ডেবরায় চাঞ্চল্য।
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডেবরা থানার অন্তর্গত ডেবরা (৫/১) গ্ৰাম পঞ্চায়েতের বারাগর এলাকায়। ধৃতের নাম শেখ ফারুক, বয়স ৩৪। বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। জানা গিয়েছে, এলাকারই একটি বাড়িতে কাজ করছিল অভিযুক্ত রাজমিস্ত্রি। মঙ্গলবার দুপুরে নাবালিকা তাঁদের খাবার দিতে যায়। অভিযোগ তখনই তার শ্লীলতাহানি করেছে অভিযুক্ত। বিষয়টা জানাজানি হতেই অভিযুক্তকে মারধর করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। অভিযুক্তকে গ্ৰেফতার করা হয়েছে।
নাবালিকার মা একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে পকসো আইনে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার ধৃতকে মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হবে।