'সাবালকের ব্যর্থতা দেখে নাবালককে আসতে হয়েছে', নাম না Suvendu-কে নিশানা Abhishek-র

ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরে পরিদর্শনে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

Updated By: Jun 3, 2021, 07:10 PM IST
'সাবালকের ব্যর্থতা দেখে নাবালককে আসতে হয়েছে', নাম না Suvendu-কে নিশানা Abhishek-র

নিজস্ব প্রতিবেদন: 'সাবালকের ব্যর্থতা দেখে নাবালককে আসতে হয়েছে'। ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরে পরিদর্শনে গিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) পাল্টা নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishak Banerjee)। 

এদিন দিনভর ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। গতকাল দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালি ও পাথরপ্রতিমায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মন্তব্য করেছিলেন, 'নরেন্দ্র মোদি ও অমিত শাহের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন লাগু হওয়া উচিত'।  সেই মন্তব্যের প্রেক্ষিতে আবার কলকাতায় রাজভবনের সামনে প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। তাঁর সাফ কথা, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আমি কোনও উত্তর দেবো না। অভিষেক রাজনীতিতে আমার থেকে জুনিয়র। বয়সেও জুনিয়র। আমরা খেটেখুটে এরাজ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করি। তারপর দিল্লি থেকে ওনাকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রতিষ্ঠা করেন। রাজনীতিতে অভিষেক নাবালক।' 

আরও পড়ুন: Yaas-র তাণ্ডবের পর রাস্তায় নেমেছেন মমতাই, বিজেপি নেতারা কোথায়: অভিষেক

এবার নাম না করে নন্দীগ্রামের বিধায়ককে পাল্টা বিঁধলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের কথায়, 'মানুষের পাশে থাকা তো দূরের কথা, কোনওদিন তাঁদের মানুষের হয়ে দুটো কথাও বলতে দেখা যায়নি। রাজনীতির সময়ে বড় বড় ভাষণ। দিল্লি থেকে এসে নেতা হয়েছিল। এর বাড়িতে খাওয়া, ওঁর বাড়ি গিয়ে খাটিয়ায় বসে ছবি তোলা, কুঁড়ে ঘরে বসে পোস্তোর বড়া খাওয়া, তাঁদের তো আর টিকি দেখা যাচ্ছে না। সাবালকের ব্যর্থতা দেখে নাবালককে আসতে হয়েছে'।

.