Abhishek Banerjee: 'ইন্ডিয়া সরকার যদি জেতে, রান্নার গ্যাস ৫০০ টাকায় এসে নামবে'

 নিশানায় শুধুই বিজেপি! ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Sep 2, 2023, 05:12 PM IST
Abhishek Banerjee: 'ইন্ডিয়া সরকার যদি জেতে, রান্নার গ্যাস ৫০০ টাকায় এসে নামবে'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: নিশানায় শুধুই বিজেপি! 'ইন্ডিয়া সরকার যদি জেতে, দেশ যদি জেতে, রান্নার গ্যাস ৫০০ টাকায় এসে নামবে', ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Aditya L1 Mission: ভারতের প্রথম সোলার মিশন আদিত্য L1-এ বাংলার 'আদিত্য'রা!

আর বেশি দেরি নেই। জলপাইগুড়ির ধূপগুড়িতে উপনির্বাচন ৫ সেপ্টেম্বর। ভোট গণনা ৮ সেপ্টেম্বর। একুশের বিধানসভা নির্বাচন ধূপগুড়ি কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। ২৫ জুলাই প্রয়াত হন তিনি। সেই শূন্য আসনেই এবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

এদিন ধূপগুড়িতে নির্বাচনী জনসভায় অভিষেক বলেন, 'বিজেপিরা লোকেরা এসে অনেক বড় বড় ভাষণ দিচ্ছে। আমি শুনলাম, কিছু জায়গায় নাকি টাকা-পয়সা বিলি করছে। কারণ, আপনার টাকা মেরে এরা। যে যে ভাষায় বোঝে, তাকে সেই ভাষায় উত্তর দিন। বড় ফুলের থেকে টাকা নিন, আর জোড়াফুলে ভোট দিন। তবেই এদের জামানত জব্দ হবে। মোদীর হাতে যদি রিপোর্ট কন্ট্রোল থাকে, আপনার হাতে ইভিএমের বোতাম আছে। মোদীর হাত টাকা বন্ধের রিমোট থাকলে মানুষের হাতে ইভিএমের বোতাম। আপনি ইভিএমের বোতাম টিপবেন, ৪৪ ভোল্ট! দিল্লিতে ছটফট করবে'।

এদিকে লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি। কমল রান্নার গ্যাসের দাম। কত? সিলিন্ডার প্রতি ২০০ টাকা। কেন্দ্রের সিদ্ধান্তে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন  ৯০০ টাকা। অভিষেক বলেন, 'ইন্ডিয়ার সরকার অর্থাৎ বিরোধীরা যে জোট করেছে, ইন্ডিয়া সরকার যদি জেতে দেশ যদি জেতে, রান্না গ্যাস ৫০০ টাকায় এসে নামবে। আমাদের প্রতিশ্রুতি আপনাদের, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস'।

আরও পড়ুন: Howrah Death: জেল হেফাজতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তোলপাড় পাঁচলার জয়নগর

ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। স্থানীয় সূত্রের খবর, ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক নির্মলচন্দ্র রায়। রাজবংশী সম্প্রদায়ের মানুষ তিনি। এলাকায় ভাবমূর্তিও অত্যন্ত স্বচ্ছ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.