প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, রামপুরহাটে নিহত দুই নাবালক –সহ ৫
রামপুরহাটের বিনোদপুর গ্রামে ৬০ নম্বর জাতীয় সড়কের ওই ট্রাক্টরটিকে ওভারটেক করতে যায় অন্য একটি গাড়ি। সেই সময়েই বিপত্তি
নিজস্ব প্রতিবেদন: প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। ট্রাক্টরের সঙ্গে টাটাসুমোর মুখোমুখি সংঘর্ষে নিহত হল ৫ জন। সোমবার সন্ধেয় রামপুরহাটের ঘটনা।
আরও পড়ুন-চাপ বাড়ল সুব্রতর, বঙ্গ BJP-র আর এক সহ-সাধারণ সম্পাদক (সংগঠন) হলেন অমিতাভ
সোমবার ঝাড়খণ্ডের পলশা এলাকা থেকে থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছিল একটি পরিবার। একটি টাটা সুমো ভাড়া করে এক প্রসুতিকে আনা হচ্ছিল হাসপাতালে। অন্যদিকে, উল্টোদিকে তারাপীঠ থেকে ট্রাক্টরে চেপে মৃতদেহ সত্কার করে ফিরছিল একটি দল।
আরও পড়ুন-বড়দিনে জাঁকিয়ে পড়ছে না শীত, সপ্তাহের মাঝামাঝি রয়েছে বৃষ্টির সম্ভাবনাও
রামপুরহাটের বিনোদপুর গ্রামে ৬০ নম্বর জাতীয় সড়কের ওই ট্রাক্টরটিকে ওভারটেক করতে যায় অন্য একটি গাড়ি। সেই সময়েই বিপত্তি। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি ধাক্কা মারে ওই টাটাসুমোটিকে। ঘটনাস্থলেই নিহত হন টাটাসুমোর চালক-সহ প্রসূতির দুই ভাই ও বাবা। টাটাসুমোর অন্যান্য যাত্রীদের রামপুরহাট মেডিকেলে ভর্তি করা হলে মৃত্যু হয় আরও দুজনের। আহত হয়েছে ট্রাক্টর আরোহী আরও ১৬ জন।