Covid-19: করোনা আক্রান্ত পুরুলিয়ার ৩ হাসপাতালের কর্তা, অতিরিক্ত জেলাশাসক

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নমুনা পরীক্ষায় ২০ শতাংশ মানুষ করোনা পজিটিভ হচ্ছেন

Updated By: Jul 2, 2022, 09:30 PM IST
Covid-19: করোনা আক্রান্ত পুরুলিয়ার ৩ হাসপাতালের কর্তা, অতিরিক্ত জেলাশাসক

অনুপ মুখোপাধ্য়ায়: শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯৯ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনার পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বিভিন্ন জেলাতেও। উত্তরবঙ্গেও বাড়ছে করোনা। পুরুলিয়ায় করোনা আক্রান্ত হলেন জেলার ৩ হাসপাতালের কর্তা। পাশাপাশি করোনা পজিটিভ হলেন জেলার অতিরিক্ত জেলা শাসকও।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনা পজিটিভ হয়েছেন পুরুলিয়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ও পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার। এর পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন পুরুলিয়ার অতিরিক্ত জেলা শাসকও।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নমুনা পরীক্ষায় ২০ শতাংশ মানুষ করোনা পজিটিভ হচ্ছেন। এতেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের। তবে করোনা নিয়ে ভয় না পাওয়া ও করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের এমএসভিপি ডা সুকমল বিষয়ী।

আরও পড়ুন- Exclusive: তেলেঙ্গনায় ধাক্কা দিয়েই দাক্ষিণাত্যে ঘাঁটি গাড়ার কৌশল বিজেপির!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.