Abhishek Banerjee: দাদার পুলিসেই ভরসা অধীরের, সেটিং বোঝাতে কার দিকে ইঙ্গিত অভিষেকের?

Abhishek Banerjee: ভগবানগোলার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থকদের উদ্দেশ্য বলেন, মুর্শিদাবাদ জেলায় ৩ সিটই যেন তৃণমূল জেতে। মানুষকে বলতে হবে ভোট ভাগাভাগির কারণে আপনারাই বঞ্চিত হচ্ছেন। তৃণমূলের একটা সিট কমলে কিছু যায় আসে না। কিন্তু তাতে আপনি বঞ্চিত হবে। আপনি লাঞ্ছিত হবেন। 

Updated By: May 7, 2023, 09:29 PM IST
Abhishek Banerjee: দাদার পুলিসেই ভরসা অধীরের, সেটিং বোঝাতে কার দিকে ইঙ্গিত অভিষেকের?

সোমা মাইতি: ভগবানগোলায় বহরমপুর থেকে অধীরকে উত্খাতের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জন সংযোগ যাত্রায় এবার হরিহরপাড়ার সভায় থেকে অধীর চৌধুরীকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভাই বলে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কংগ্রেসের সঙ্গে বিজেপির সেটিংয়ের কথা বলতে গিয়ে বহরমপুরের সাংসদকে নিশানা করেন অভিষেক।

আরও পড়ুন- বাংলায় ৪০ আসন চাই; অধীরকেও হারানোর ডাক অভিষেকের, পাল্টা চ্যালেঞ্জ বহরমপুরের সাংসদের

হরিহরপাড়ার সভায় অভিষেক বলেন, দেখুন সাগরদিঘিকে কংগ্রেস জিতেছে। আর বিজেপি রামনবমীর নামে অস্ত্রের ঝনঝনানি নিয়ে রাস্তায় নেমেছে। ২০২১ সালে নেমেছিল? ২০২২ সালে নেমেছিল? যেই কংগ্রেস জিতেছে তখনই রাস্তায় নেমে পড়েছে বিজেপি। কিন্তু মানুষের রায়কে আমারা সম্মান করি। দেখুন অধীর চৌধুরী যে পুলিসদের নিয়ে ঘুরে বেড়ায় তারা দিদির পুলিস নয়, দাদার পুলিস। উনি দিদির পুলিসে ভরসা করেন না, দাদার পুলিসে ভরসা করেন। আর ওঁর দাদার নামটা কি? আমিত শাহ। এই অমিত শাহ এনআরসি আনতে চায়। যে অমিত শাহ এনআরসি আনতে চায়, যে অমিত শাহর অধীনে সিআরপিএফ, যে অমিত শাহর অধীনে বিএসএফ যারা মানুষের উপের অত্যাচার করে সেই বিএসএফ ও সিআরপিএফ অধীর চৌধুরীরে পাহারা দিচ্ছে। এর পরেও বলতে হবে কার সঙ্গে কার যোগাযোগ? কার সঙ্গে কার তলায় তলায় সেটিং? 

সমর্থকদের উদ্দেশ্যে অভিষেক আরও বলেন, এসব আমাদের বলতে হবে না। সাধারণ মানুষ সব বোঝে। সেই কারণেই বলছি, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। বুঝে নিন  আপনার অধিকারের জন্য কে লড়াই করছে, কংগ্রেস নাকি তৃণমূল? নিজেকে প্রশ্ন করুন। পাঁচ সেকেন্ড লাগবে না, উত্তর পেয়ে যাবেন।  তারপর ভোট দিন।

অন্যদিকে, ভগবানগোলার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থকদের উদ্দেশ্য বলেন, মুর্শিদাবাদ জেলায় ৩ সিটই যেন তৃণমূল জেতে। মানুষকে বলতে হবে ভোট ভাগাভাগির কারণে আপনারাই বঞ্চিত হচ্ছেন। তৃণমূলের একটা সিট কমলে কিছু যায় আসে না। কিন্তু তাতে আপনি বঞ্চিত হবে। আপনি লাঞ্ছিত হবেন। আর একটা সিট যদি তৃণমূল জেতে তাহলে আপনি আপনার অধিকারের টাকা পাবেন। এটা সুপ্রতিষ্ঠিত। তৃণমূল কংগ্রেস যদি আজ ২২ থেকে ৩৪ কিংবা ৩৫ হতো তাহলে কি আটকাতে পারতো? আগামী দিনে ৪০ আসনের লক্ষ্যমাত্র নিয়ে আমরা ঝাঁপাব। মুর্শিদাবাদে তিনে তিন হবে তৃণমূল কংগ্রেস। 

এদিকে, এনিয়ে অধীর চৌধুরী বলেন, তৃণমূল নেবে ৪০ আসন, বিজেপি নেবে ৩৫ আসন। হয়ে গেল ৭৫ আসন। লোকসভায় বাংলায় মোট ৪২ আসন। কংগ্রেস এখানে তো খই ভাজার জন্য বসে নেই! বহরমপুর ছিনিয়ে নেওয়ার যে গল্প উনি বলছেন সেই গল্প আমি আগেও শুনেছি। খোকাবাবু বা তাঁর পিসিকে আমন্ত্রণ করছি তারা বহরমপুরে লোকসভা নির্বাচনে লড়াই করুন। যদি আমি হেরে যাই তাহলে রাজনীতি ছেড়ে দেব। বহরমপুরে এসে খোকাবাবু বা পিসিমনি যদি অধীর চৌধুরীকে হারিয়ে যেতে পারেন তাহলে রাজনীতিই আর করব না। ওপেন চ্যালেঞ্ থাকল।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.