প্রশাসনিক বৈঠক, দলীয় সভা, উত্তরবঙ্গের ভোটব্যাঙ্ক চাঙ্গায় আজ থেকে ৪দিনের সফরে মমতা
মূলত দলের কর্মীদের চাঙ্গা করতেই তাঁর এই সফর বলে সূত্রের খবর। লোকসভা ভোটে খারাপ ফল। এর সঙ্গে উত্তরবঙ্গে একাধিক হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: ডিসেম্বরের পর ফেব্রুয়ারি। আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ ফেব্রুয়ারি তাঁর ফেরার কথা। প্রশাসনিক বৈঠক ছাড়াও একাধিক দলীয় সভাতেও অংশ নেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ে। মূলত দলের কর্মীদের চাঙ্গা করতেই তাঁর এই সফর বলে সূত্রের খবর। লোকসভা ভোটে খারাপ ফল। এর সঙ্গে উত্তরবঙ্গে একাধিক হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: সাংসদ পদ থেকে কি ইস্তফা দিতে চলেছেন? দিব্যেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তুঙ্গে
এঁদের মধ্যে উল্লেখযোগ্য কোচবিহার উত্তরে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। এ ছাড়াও দিন কয়েক আগে রাস্তা তৈরি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে পর্যটন মন্ত্রী গৌতম দেবের বিরোধ বাধে। এছাড়াও একাধিক ছোট বড় নেতার মধ্যে বিরোধ লেগেই রয়েছে। নির্বাচনের আগে এই সফরে তৃণমূল নেত্রী এই নিয়ে বার্তা দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।