মহেশতলা ও বারুইপুর পুরসভায় প্রশাসক বোর্ড গঠন করল সরকার

রাজ্যের ৯৩টি পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Updated By: May 14, 2020, 09:13 PM IST
মহেশতলা ও বারুইপুর পুরসভায় প্রশাসক বোর্ড গঠন করল সরকার

নিজস্ব প্রতিবেদন : কলকাতা পুরসভার পর এবার একে একে রাজ্যের অন্যান্য পুরসভাগুলিতেও প্রশাসক বসানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। বুধবার মহেশতলা পুরসভায় প্রশাসক মণ্ডলি গঠন করে পুর ও নগরোন্নয়ন দফতর। এক বিজ্ঞপ্তি জারি করে বর্তমান চেয়ারম্যান দুলাল দাসকে মাথায় রেখে ৭ জনের প্রশাসক বোর্ড গঠন করা হয়েছে। এরপর এদিন বারুইপুর পুরসভায় প্রশাসক বোর্ড গঠন করা হল।

আজই মেয়াদ শেষ হল বারুইপুর পুরসভার ৷ আর আজই প্রশাসক বোর্ড গঠন করা হল ৷ এই সম্পর্কিত একটি নির্দেশিকাও জারি করেছে রাজ্য সরকার ৷ নতুন নির্দেশিকায় প্রশাসক বোর্ডের মাথায় রাখা হয়েছে বিদায়ী চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীকে ৷ পুরসভা চালানোর জন্য মোট ২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটিতে রয়েছেন বিদায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ৷ 

নতুন দায়িত্ব পাওয়ার পর এদিন শক্তি রায়চৌধুরী বলেন, বারুইপুর পুরসভা এলাকায় যে সমস্ত কাউন্সিলররা ছিলেন, তাঁদের প্রত্যেকের মতামত নিয়েই তাঁরা এই বোর্ড চালাবেন ৷ উল্লেখ্য, করোনার জেরে পুরভোট স্থগিত হয়ে যাওয়ায় রাজ্যের ৯৩টি পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন, জ্বরে আক্রান্ত বৃদ্ধের মৃত্যুতে 'করোনা' আতঙ্ক! মেডিকেল কলেজ চত্বরে ২ ঘণ্টা পড়ে থাকল দেহ

.