আফরাজুলের মৃত্যু নিয়ে চূড়ান্ত আদিখ্যেতার রাজনীতি চলছে, বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

সংখ্যালঘু সামাজের লোকজন কেন ক্রিমিনাল হয়ে ‌যাচ্ছে, তারা শিক্ষায় পিছিয়ে রয়েছে কেন, প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতির 

Updated By: Dec 10, 2017, 05:21 PM IST
আফরাজুলের মৃত্যু নিয়ে চূড়ান্ত আদিখ্যেতার রাজনীতি চলছে, বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিবেদন: মালদার শ্রমিক আফরাজুল খানের খুন নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ঝাড়গ্রামে সংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়ে তিনি বলেন, ''আফরাজুলের মৃত্যু নিয়ে আদিখ্যেতার রাজনীতি হচ্ছে।''

দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবাংলার একজন শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। খবরে প্রকাশ তাঁকে কেউ হত্যা করেছে। আসলে কী হয়েছে কেউ জানে না। ‌যেহেতু তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাই তাঁর জন্য আদিখ্যেতা, নেকামোর রাজনীতির চূড়ান্ত হচ্ছে।’

এখানেই থেমে থাকেননি দিলীপবাবু। তিনি আরও বলেন, ‘আজ রাজ্যে ‌যত খুন হয় বা খুন করে তারা সবাই সংখ্যালঘু সামাজের লোক। কেন তারা ক্রিমিনাল হয়ে ‌যাচ্ছে, তারা শিক্ষায় পিছিয়ে রয়েছে কেন, আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে কেন? চাকরির দিক দিয়ে পিছিয়ে আছে কেন? এই ধরনের নেকামির রাজনীতি বন্ধ হওয়ার দরকার আছে।’

উল্লেখ্য, রাজস্থানে কাজ করতে গিয়ে খুন হয়েছেন মালদার শ্রমিক আফরাজুল খান। খুনের সেই দৃশ্য এখন মিডিয়ার দৌলতে রাজ্যের মানুষ দেখেছেন। খুনের পেছনে কী কারণ থাকতে পারে এখনও তা নিয়ে বিতর্ক রয়েছে। এনিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। এর মধ্যেই এরকম এক মন্তব্য করলেন দিলীপর ঘোষ।

আরও পড়ুন-ফলন কমেছে, মিউজিয়ামে ঠাঁই পাওয়ার আশঙ্কায় দার্জিলিঙের কমলা

.