ফের চুরি বালুরঘাটে, শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
মঙ্গলবার রাতে কচিকলা কংগ্রেস পাড়া এলাকার একটি বাড়িতে লুঠ চালায় চোরেরা।
নিজস্ব প্রতিবেদন: আবারও চুরি বালুরঘাট শহরে। মাত্র ৭ দিনের মধ্যে পর পর একাধিক বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
আরও পড়ুন: প্রেমিকা অন্য যুবকের হাত ধরে পার্কে ঘুরছে, শাস্তি দিতে প্রেমিক বন্দুক নিয়ে যেতেই হেসে ফেললেন সকলে!
মঙ্গলবার রাতে কচিকলা কংগ্রেস পাড়া এলাকার একটি বাড়িতে লুঠ চালায় চোরেরা। নিকট আত্মীয়র মৃত্যু সংবাদ পেয়ে রাতে গৃহকর্ত্রী মালদহ গিয়েছিলেন। কিন্তু বাড়িতে ছিলেন তাঁর বড়ছেলে রাজু সিকদার, তিনি নিচতলায় ছিলেন। সকালে তিনিই প্রথমে দেখেন ঘরের দরজা খোলা। এর পরেই খেয়াল করেন আলমারি খোলা যেখানে সিকদার পরিবারের সমস্ত গয়না ও টাকা থাকে। অন্তত একলাখ টাকা নগদ ও ৩০ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোরেরা।
আরও পড়ুন: “মা তোমার ছোটো ছেলেকে মেরে ফেললাম”
কিন্তু যে ভাবে চুরি হয়েছে বলে দাবি করা হচ্ছে তাতে খুব পরিচিত কেউ চুরির সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশ। পুজোর আগে থেকে চুরির ঘটনা ঘটেছে বালুরঘাট শহরে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে জেলা সদরের নিরাপত্তা নিয়ে।