প্রার্থীদের বায়োডাটা, শ্রীরামপুর: মাহেশের কেন্দ্রে দড়ি টানাটানি দুই আইনজীবীর, নজরে তীর্থঙ্কর-ও

 ২০১৪ লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে জয় পেলেও ১২ শতাংশ ভোট কমে তৃণমূলের। এবারেও কল্যাণ ব্যানার্জি এই কেন্দ্রের প্রার্থী।

Updated By: May 5, 2019, 01:12 PM IST
প্রার্থীদের বায়োডাটা, শ্রীরামপুর: মাহেশের কেন্দ্রে দড়ি টানাটানি দুই আইনজীবীর, নজরে তীর্থঙ্কর-ও
ফাইল চিত্র

শ্রীরামপুর

স্বাধীন দেশের প্রথম নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটি ছিল সিপিআই-এর দখলে। তার পর দীর্ঘ সময় বামদের দুর্গ হয়ে দাঁড়িয়েছিল এই কেন্দ্রটি। এখান থেকেই ১৯৯৬ লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন কংগ্রেসের প্রদীপ চট্টোপাধ্যায়। প্রয়াত তৃণমূল সাংসদ আকবর আলি খন্দকর দু’বার সাংসদ হয়েছিলেন। শেষ দশ বছর ওই কেন্দ্রটি তৃণমূলের দখলেই রয়েছে। ২০০৯ সালে বিপুল ভোটে জয়ী হন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তবে, ২০১৪ লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে জয় পেলেও ১২ শতাংশ ভোট কমে তৃণমূলের। এবারেও কল্যাণ ব্যানার্জি এই কেন্দ্রের প্রার্থী।

কল্যাণ ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস

বয়স-

৬২ বছর

ঠিকানা-

হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-২৬

আয় -

কল্যাণ- ৩,৬৫,৯৭,১২০ টাকা, স্ত্রী- ৪,১৬,৭৬০ টাকা

মামলা-

নেই

হাতে নগদ-

২ লক্ষ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

কল্যাণ- ১৩.৬০ কোটি টাকা, স্ত্রী- ৭৭.৬৮ লক্ষ টাকা

স্থাবর-

কল্যাণ- ৩.০৯ কোটি টাকা, স্ত্রী- ৭ লক্ষ টাকা

ঋণ

৫৫.২২ লক্ষ টাকা

শিক্ষা-

এলএলবি, রাঁচি বিশ্ববিদ্যালয়

পেশা

আইনজীবী

 

দেবজিত্ সরকার, বিজেপি

বয়স-

৪২ বছর

ঠিকানা-

নন্দন পার্ক, গড়িয়া, কলকাতা- ১৫২

আয় -

দেবজিত্- ৩.৩৫ লক্ষ টাকা (২০১৮-১৯), স্ত্রী- ২.৯৫ লক্ষ টাকা (২০১৮-১৯)

মামলা-

হিংসা ছড়ানো, বেআইনি অস্ত্র রাখা, সরকারি কাজে বাধা-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

হাতে নগদ-

দেবজিত্- ৪ হাজার টাকা, স্ত্রী- ৫ হাজার টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

দেবজিত্- ১৭.৯০ লক্ষ টাকা, স্ত্রী- ১৭.৩২ লক্ষ টাকা

স্থাবর-

নেই

ঋণ

নেই

শিক্ষা-

এলএলবি, তিলক মানঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়

পেশা

আইনজীবী

 

দেবব্রত বিশ্বাস,  কংগ্রেস

বয়স-

৬০ বছর

ঠিকানা-

কার্তিক বোস স্ট্রিট,  কলকাতা-০৯

আয় -

দেবব্রত- ৩.১৪ লক্ষ টাকা, স্ত্রী- ২১ লক্ষ টাকা

অপরাধ-

নেই

হাতে নগদ-

দেবব্রত-২ লক্ষ টাকা, স্ত্রী- ৫০ হাজার টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

দেবব্রত- ৬৪.৭৮লক্ষ টাকা, স্ত্রী- ১.৬২লক্ষ টাকা

স্থাবর-

১.৫০ কোটি টাকা

ঋণ

নেই

শিক্ষা-

বিজ্ঞানে স্নাতক

পেশা

রাজনীতি ও সমাজসেবা

 

তীর্থঙ্কর রায়, সিপিএম

বয়স-

৪৪ বছর

ঠিকানা-

জগতনাথ ঘাট লেন, হুগলি

আয় -

নেই

মামলা-

নেই

হাতে নগদ-

তীর্থঙ্কর- ৪,৫০০ টাকা, স্ত্রী- ৩,৫০০ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ 

তীর্থঙ্কর- ১.৪৬ লক্ষ টাকা, স্ত্রী- ১.৪৩ লক্ষ টাকা

স্থাবর-

নেই

ঋণ

২৮ হাজার টাকা

শিক্ষা-

বাণিজ্যে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৯৬

পেশা

সমাজসেবা

 

 

.