ফের ভাঙল সমস্ত রেকর্ড! উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২,৪০৪; মৃত ৪২
সব মিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ১,৩৩২ জন।
নিজস্ব প্রতিবেদন: আজ সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন। তবে পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে। বিগত দিনগুলোর সমস্ত রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। পাশাপাশি মৃতের সংখ্যাতেও রেকর্ড। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৪০৪ জন। এ নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬,৩৩৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২ জনের বিগত কয়েকমাসে যা সর্বাধিক।
আরও পড়ুন: বাসভাড়া ২ লাখ, একাধিক রাজ্য পেরিয়ে শেষপর্যন্ত বাগুইআটিতে আটকে গোয়া ফেরত রাজ্যের ২৯ পরিযায়ী শ্রমিক
সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ১,৩৩২ জন। গত ১ দিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২,১২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৫,৬৫৪ জন। রাজ্যে করোনা রোগীদের সুস্থতার হার ৬৩.২৪ শতাংশ। ২৫ জুলাই পর্যন্ত রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯,৩৯১ জন।
আরও পড়ুন: আটকানোর চেষ্টা করতেই কনস্টেবলের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল বেপরোয়া চালক, ধাক্কায় জখম সিভিকও
রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ তার দ্বিতীয়দিন। কড়া লকডাউনে তৎপর প্রশাসন। রাত ৮ টা পর্যন্ত বিধাননগর পুলিস কমিশনারেট এলাকায় গ্রেফতার হয়েছেন ১২৩ জন। ২৪ টি বাইক ও ৭ টি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এরা প্রত্যেকেই লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়েছিলেন।