রাতের অন্ধকারে স্কুলের ভিতরে 'মধুচক্র'!
৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
![রাতের অন্ধকারে স্কুলের ভিতরে 'মধুচক্র'! রাতের অন্ধকারে স্কুলের ভিতরে 'মধুচক্র'!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/07/111923-rdwqwcf.jpg)
নিজস্ব প্রতিবেদন : রাতের অন্ধকারে স্কুলের ভিতর চলছিল 'মধুচক্র'। ঘটনাটি উত্তরপাড়া কোতরং আদর্শ বালিকা বিদ্যালয়ের। অভিযোগ, স্কুলেরই এক অশিক্ষক মহিলা কর্মীর মদতেই রাতের অন্ধকারে চলছিল এই 'মধুচক্র'।
জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ হঠাত্ই স্কুলের ভিতর আলো জ্বলতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। অত রাতে স্কুলের মধ্যে আলো জ্বলতে দেখেই সন্দেহ হয় তাঁদের। এরপরই সদলবলে স্কুলের মধ্যে হানা দেন তাঁরা।
আরও পড়ুন, ঘরে ঢুকে মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ পুলিসকর্মীর
অভিযোগ, পাঁচিল টপকে স্কুলের মধ্যে ঢুকতেই ক্লাসরুমের মধ্যে আপত্তিকর অবস্থায় দেখতে পান এক যুবক ও যুবতিকে। শুধু তাই নয়, এক মহিলা আবার তাঁদের 'পাহারা'ও দিচ্ছিলেন।
আরও পড়ুন, 'কান্দিতে কংগ্রেসের সর্বনাশ আসন্ন', বড়সড় ভাঙনের জল্পনা উসকে দিলেন শুভেন্দু
এরপরই অভিযুক্ত ২ মহিলা ও ১ যুবক স্কুল থেকে টেনে বের করেন স্থানীয়রা। স্কুল চত্বরেই তাঁদের বেধড়ক মারধর করা হয়। পরে পুলিস এসে অভিযুক্তদের গ্রেফতার করে।